পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র HSC , তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

[ad_1]

 

অধ্যায় নাম: রাজনৈতিক ব্যক্তিত্ব: বাংলাদেশের স্বাধীনতা লাভ

হাজী শরীয়তউল্লাহ (১৭৮১-১৮৪০)

প্রশ্ন-১. বাংলার ধর্মীয় সংস্কার আন্দোলনের পুরোধা কে ছিলেন?

উত্তর: হাজী শরীয়তউল্লাহ।

প্রশ্ন-২. ফরায়েজি আন্দোলন কী? / বো, ২১ ১৭: কু. বো. ১৭/ 

উত্তর: ফরায়েজি আন্দোলন হলো হাজী শরীয়তউল্লাহ পরিচালিত ইসলামি সংস্কার আন্দোলন।

প্রশ্ন-৩. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? (ঢা. বো. ১৬/ 

উত্তর: ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তউল্লাহ।

প্রশ্ন-৪. হাজী শরীয়তউল্লাহ সবচেয়ে বেশি জোর দিয়েছেন কীসে?

উত্তর: ফরজ ইবাদাত পালনের ওপর।

প্রশ্ন-৫, হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন কে?

উত্তর: হাজী শরীয়তউল্লাহর পুত্র দুদু মিয়া।

শহিদ তিতুমীর (১৭৮২-১৮৩১)

প্রশ্ন-৬. তিতুমীরের পূর্ণনাম কী? /ব. বো. ১৭/

উত্তর: তিতুমীরের পূর্ণনাম সৈয়দ মীর নিসার আলী।

 প্রশ্ন-৭, বাঁশের কেল্লা বা দুর্গ কে নির্মাণ করেন?

উত্তর: শহিদ তিতুমীর।

প্রশ্ন-৮. শহিদ তিতুমীর কী দিয়ে দুর্গ বা কেল্লা নির্মাণ করেন? 

উত্তর: শহিদ তিতুমীর বাঁশ দিয়ে দুর্গ বা কেল্লা নির্মাণ করেন।

প্রশ্ন-৯. শহিদ তিতুমীরের সামরিক সংগঠনের নেতৃত্বে কে ছিলেন?

উত্তর: গোলাম মাসুম।

প্রশ্ন-১০, শহিদ তিতুমীরের বিদ্রোহ কী নামে পরিচিত?

উত্তর: বারাসাত বিদ্রোহ।

প্রশ্ন-১১, ইংরেজরা কত সালে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে?

উত্তর: ১৮৩১ সালের ১৯ নভেম্বর।

 প্রশ্ন-১২, ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধের পর গোলাম মাসুমের কী বিচার হয়?

উত্তর: গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়।

নওয়াব আবদুল লতিফ (১৮২৮-১৮৯৩)

 প্রশ্ন-১০. বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?

উত্তর: নওয়াব আবদুল লতিফকে।

প্রশ্ন-১৪, নওয়াব আবদুল লতিফ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: কলকাতা 

প্রশ্ন-১৫, নওয়াব আবদুল লতিফ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮২৮ সালে।

প্রশ্ন-১৬. নওয়াব আবদুল লতিফের প্রতিষ্ঠিত সংগঠনের নাম কী? 

উত্তর: মোহামেডান লিটারেরি সোসাইটি।

প্রশ্ন-১৭. নওয়াব আবদুল লতিফের পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: ফরিদপুর জেলায়।

 নবাব স্যার সলিমুল্লাহ (১৮৭১-১৯১৫)

প্রশ্ন-১৮. কত সালে স্যার সলিমুল্লাহ ‘ঢাকা নবাব এস্টেট’-এর কর্তৃত্ব লাভ করেন?

উত্তর: ১৯০১ সালে।

প্রশ্ন-১৯. বঙ্গভঙ্গের কারণে আনন্দিত এবং বঙ্গভঙ্গ রদের কারণে তীব্র কষ্ট পেয়েছিলেন কোন নবাব?

উত্তর: নবাব স্যার সলিমুল্লাহ।

প্রশ্ন-২০. মুসলিম লিগ গঠনে ঢাকার কোন নবাবের অবদান সবচেয়ে বেশি?

উত্তর: নবাব সলিমুল্লাহ।

প্রশ্ন-২১. নবাব সলিমুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় গঠনে সহায়তা করেছেন?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় ।

প্রশ্ন-২২. বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে কোন প্রদেশ গড়ে উঠেছিল?

উত্তর: বাংলা প্রেসিডেন্সি।

প্রশ্ন-২৩. কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?

উত্তর: ১৯১১ সালে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৮৭০-১৯২৫)

প্রশ্ন-২৪. দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হন? / রা. বো, কু. বো, সি. বো. ২১/

উত্তর: দেশবন্ধু উপাধিতে ভূষিত হন চিত্তরঞ্জন দাশ।

প্রশ্ন-২৫. বেঙ্গল প্যাক্ট কী? /চ. বো. ১৬/

উত্তর: ‘বেঙ্গল প্যাক্ট’ হলো হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যবধান দূর করে পারস্পরিক সম্প্রীতি তৈরির জন্য স্বাক্ষরিত একটি চুক্তি।

প্রশ্ন-২৬. বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা কে ছিলেন? /য. বো. ১৬/

উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা ছিলেন।

প্রশ্ন-২৭. বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? /চ. বো. ১৯.স বো. ১৮/

উত্তর: ১৯২৩ সালে।

প্রশ্ন-২৮. কত সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (সি আর দাস) কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে তালিকাভুক্ত হন।

উত্তর: ১৮৯৪ সালে।

প্রশ্ন-২৯. দেশবন্ধু কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেছিল? 

উত্তর: স্বরাজ দল।

প্রশ্ন-১৫, নওয়াব আবদুল লতিফ কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮২৮ সালে।

প্রশ্ন-১৬, নওয়াব আবদুল লতিফের প্রতিষ্ঠিত সংগঠনের নাম কী?

উত্তর: মোহামেডান লিটারেরি সোসাইটি।

 প্রশ্ন-১৭. নওয়াব আবদুল লতিফের পৈত্রিক নিবাস কোথায়?

উত্তর: ফরিদপুর জেলায়

প্রশ্ন-১৮. কত সালে স্যার সলিমুল্লাহ ‘ঢাকা নবাব এস্টেট’-এর কর্তৃত্ব লাভ করেন?

উত্তর: ১৯০১ সালে।

 নবাব স্যার সলিমুল্লাহ (১৮৭১-১৯১৫)

প্রশ্ন-১৯. বঙ্গভঙ্গের কারণে আনন্দিত এবং বঙ্গভঙ্গ রদের কারণে তীব্র কষ্ট পেয়েছিলেন কোন নবাব? 

উত্তর: নবাব স্যার সলিমুল্লাহ।

প্রশ্ন-২০. মুসলিম লিগ গঠনে ঢাকার কোন নবাবের অবদান সবচেয়ে বেশি?

উত্তর: নবাব সলিমুল্লাহ।

প্রশ্ন-২১. নবাব সলিমুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় গঠনে সহায়তা করেছেন?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন-২২, বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে কোন প্রদেশ গড়ে উঠেছিল?

উত্তর: বাংলা প্রেসিডেন্সি।

প্রশ্ন-২৩. কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? উত্তর: ১৯১১ সালে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৮৭০-১৯২৫)

প্রশ্ন-২৪. দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হন? / রা. বো.. কু. বো, সি. বো. ২১/ 

উত্তর: দেশবন্ধু উপাধিতে ভূষিত হন চিত্তরঞ্জন দাশ।

প্রশ্ন-২৫. বেঙ্গল প্যাক্ট কী? / বোন *১৬/

উত্তর: ‘বেঙ্গল প্যাক্ট’ হলো হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যবধান দূর করে পারস্পরিক সম্প্রীতি তৈরির জন্য স্বাক্ষরিত একটি চুক্তি।

প্রশ্ন-২৬. বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা কে ছিলেন? / বো. ১৬/

উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্টের উদ্যোক্তা ছিলেন।

প্রশ্ন-২৭. বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? / বো. ১৯: স. বো. ১৮/

উত্তর: ১৯২৩ সালে।

প্রশ্ন-২৮. কত সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (সি আর দাস) কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে তালিকাভুক্ত হন?

উত্তর: ১৮৯৪ সালে।

প্রশ্ন-২৯, দেশবন্ধু কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেছিল?

উত্তর: স্বরাজ্য দল।

শেরে বাংলা এ. কে. ফজলুল হক (১৮৭৩-১৯৬২)

প্রশ্ন-৩০. শেরে বাংলা এ. কে. ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৭৩ সালে।

প্রশ্ন-৩১. কত সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ‘নিখিল ভারত মুসলিম লীগ’-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন?

উত্তর: ১৯১৮ সালে।

প্রশ্ন-৩২. কত সালে লাহোর প্রস্তাব পেশ করা হয়?

উত্তর: ১৯৪০ সালে।

প্রশ্ন-৩৪. বাংলার কোন পেশার মানুষের মুক্তির ব্যাপারে এ. কে. ফজলুল হক সবচেয়ে বেশি অবদান রেখেছেন?

উত্তর: বাংলার কৃষকদের।

প্রশ্ন-৩৩, লাহোর প্রস্তাব পেশ করেন কে?

উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী (১৮৯২-১৯৬৩) প্রশ্ন-৩৫. গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? ক. বো. ২১: রা. বো, সি. বো. ১৬/

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে।

প্রশ্ন-৩৬, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর।

প্রশ্ন-৩৭, অবিভক্ত বাংলা আন্দোলনের সাথে কোন মুসলিম নেতার অংশগ্রহণ ছিল? 

উত্তর: হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।

প্রশ্ন-৩৮. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: লেবাননের রাজধানী বৈরুতে।

 মওলানা আব্দুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬)

প্রশ্ন-৩৯. মজলুম জননেতা কে? / বো, ব. বো, ২১ মি. বো. ১. বো. ১৬/ 

উত্তর: মজলুম জননেতা ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন-৪০, কার উদ্যোগে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল?

 উত্তর: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উদ্যোগে।

প্রশ্ন-৪১. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৭৬ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) প্রশ্ন-৪২. কাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়

প্রশ্ন-৪৩. কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯২০ সালে। 

প্রশ্ন-৪৪. কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? (ঢা. বো. ১৭/ 

উত্তর: ৬ দফা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয় ।

প্রশ্ন-৪৫. ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের ডাক কে দিয়েছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৪৬. স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে দেশে ফিরে আসেন?

উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

প্রশ্ন-৪৭. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন-৪৮. কত সালের জরিপ অনুযায়ী বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়?

উত্তর: ২০০৪ সালের।

প্রশ্ন-৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয় কত সালে?

উত্তর: ২০২০ সালে।

source: অক্ষর পত্র প্রকাশনী বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পৌরনীতি সুশাসন বই থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url