গার্মেন্টসে কোন পদে বেতন কত টাকা Garments job Salary in BD
[ad_1]
Garments job salary. গার্মেন্টসে কোন পদে বেতন কত টাকা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন পদে বেতন কেমন। কোয়ালিটি, কিউসি, সুপারভাইজার, হেলপার, অপারেটরসহ ছোট থেকে বড় সকল পদে কে কত টাকা বেতন পান বিস্তারিত বর্ণনা।
আশা করি ভাল আছেন । আজকের টিপস আমরা জানবো গার্মেন্টস পদে কত বেতন পান কোন পদে কত বেতন পান .
এরপর থেকে শুরু করে ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটি ডিপার্টমেন্ট মার্কেটিং ইনভারমেন্ট সাইন্স ফিকশন প্রতিটি ডিপার্টমেন্টে চাকুরি করেন এদের কার বেতন সব জানবো আজকে।
গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটি বৃহৎ জায়গায় এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে বেতনের অনেক আপনার মধ্যে কোন ফ্যাক্টরির বেতন একটু কমা বা কোন ফ্যাক্টরিতে বেতন একটু বেশী তবে মোটামুটি ভাবে আমরা আজকে একটা ধারণা গ্রহণ করবো।
গার্মেন্টসের বিভিন্ন পদে কত বেতন পেয়ে থাকেন সকল কিছু আজকে জানবো।
গার্মেন্টসের ৭ গ্রেডে সবচেয়ে নিচের হেল্পার ও আয়রন ম্যান এর বেতন সাধারণত ৮০০০ টাকা তবে আয়রন ম্যান বেতন কখনো কখনো একটু বেশি করা হয় এদের মূল বেতন ৮০০০ হাজার টাকা । হাজিরা বোনাস ৫০০ টাকা। সব মিলায়ে ৮৫০০ টাকা ।
জুনিয়র অপারেটর এর বেতন কত ?
৫-৬ গ্রেডে আছেন জুনিয়র সকল অপারেটর এদের বেতন হচ্ছে ৮৫০০ থেকে ৯৩০০ টাকা।এরা আরো হাজিরা বোনাস পাবে ৫০০ টাকা। সব মিলিয়ে তারা ৯০০০ থেকে ৯৮০০ টাকা বেতন পাবেন।
এদের বেতন কাজের সাথে পরিবর্তন হতে থাকে।
অপারেটর এবং কোয়ালিটি এর বেতন কত ?
৪ গ্রেডে আছেন অপারেটর ও কোয়ালিটি । এদের বেতন ৯৪০০ থেকে ৯৭০০ টাকা।
তবে পুরাতন লোক হলে টাকা বারিয়ে দেয়।
যারা সকল ধরনের মেশিন চালাতে পারে তাদের বেতন ৯৮০০ থেকে ১০৫০০ টাকা পর্যন্ত ধরা হয়ে থাকে। তবে সময় সাপেক্ষে বেতন বারতেই থাকে।
কাঞ্ছা ফিট অফ দা ও সকল মেশিন চালাতে পারলে ও পুরাতন লোক হলে বেতন আরো বেশি ধরা হয়ে থাকে।
হাজিরা বোনাস তো ৫০০ আছেই।
সকল সেকশনের সুপারভাইজার এর বেতন কত ?
সকল সেকশনের সুপারফাইজার যেমন সুইং কাটিং ও ফিনিশিং ও প্যাকিং সকল সুপারফাইজার এর বেতন ১৮০০০ থেকে ২২ হাজার ধরা হয়ে থাকে।
কোয়ালিটি কন্ট্রলার ও লাইন কোয়ালিটি এন্ড অডিটর এর বেতন কত?
সকল সেকশনের কোয়ালিটি কন্ট্রলার ও লাইন কোয়ালিটি এন্ড অডিটর যেমন সুইং কাটিং ও ফিনিশিং ও প্যাকিং সকল কোয়ালিটি কন্ট্রলার ও লাইন কোয়ালিটি এন্ড অডিটর এর বেতন ১৮০০০ থেকে ২২ হাজার ধরা হয়ে থাকে।
সিনিয়র সুপারফাইজার লাইনসিপ মেকানিক কিউসি জিপিকিউ এর বেতন কত ?
সিনিয়র সুপারফাইজার লাইনসিপ মেকানিক কিউসি জিপিকিউ এর বেতন ২৫০০০ থেকে ৩০০০ টাকা হয়ে থাকে।
এবারে আমরা জানবো অফিসার লেভেল অত্যাধিক ইউটিউব থেকে শুরু করে উপরের লেভেলে যারা আছেন তাদের বেতন কত ?
প্রোডাকশন ডিপার্টমেন্ট পিপিএম-বার ইনচার্জ এর বেতন 35 থেকে 50 হাজার টাকা বিএম অর্থাৎ প্রোডাকশন ম্যানেজারের বেতন 70 থেকে 90 হাজার টাকার ভিতরে প্রোডাকশন জিএম এর বেতন 1 থেকে দেড় লাখ টাকা কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি এক্সিকিউটিভ এর বেতন 30 থেকে 40 হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন 50 হাজার টাকা ম্যানেজারের বেতন 7000 টাকার ভিতরে মার্কেটিং ডিপার্টমেন্ট নিউ মার্কেট থেকে 20 হাজার টাকা করা হয় মার্চেন্ডাইজার পঞ্চমী স্টিকার দিয়ে একটা গান
এবারে আমরা জানবো অফিসার লেভেল অত্যাধিক ইউটিউব থেকে শুরু করে উপরের লেভেলে যারা আছেন তাদের বেতন কত ?
প্রোডাকশন ডিপার্টমেন্ট পিপিএম-বার ইনচার্জ এর বেতন 35 থেকে 50 হাজার টাকা বিএম অর্থাৎ প্রোডাকশন ম্যানেজারের বেতন 70 থেকে 90 হাজার টাকার ভিতরে প্রোডাকশন জিএম এর বেতন 1 থেকে দেড় লাখ টাকা কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি এক্সিকিউটিভ এর বেতন 30 থেকে 40 হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন 50 হাজার টাকা ম্যানেজারের বেতন 7000 টাকার ভিতরে মার্কেটিং ডিপার্টমেন্ট নিউ মার্কেট থেকে 20 হাজার টাকা করা হয় মার্চেন্ডাইজার পঞ্চমী স্টিকার দিয়ে একটা গান
আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন।
[ad_2]