ফেসবুকে লেখা থেকে ভিডিও তৈরির প্রযুক্তি ঘোষণা করল মেটা
[ad_1]
Make-A-Video নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এটি একটি এআই ভিডিও জেনারেটর যা দ্বারা টেক্সট বা ছবি থেকে ভিডিও তৈরী করা যাবে।৷ এটি অনেকটা DALL-E ও Stable Fusion ইমেজ সিনথেসিস টুল এর মতোই কাজ করে। এছাড়া একই ভিডিও’র অনেক ভ্যারিয়েশন তৈরী করা যাবে। তবে এই টুল এখনো সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়।
Make-A-Video এর অফিসিয়াল পেজে টেক্সট থেকে ভিডিও জেনারেট এর একটি উদাহরণ দেখিয়েছে মেটা। “A young couple walking in heavy rain” ও “a teddy bear painting a portrait” এই দুইটি টেক্সট থেকে ভিডিও জেনারেট করে দেখায় মেটা। এছাড়া একটি সাধারণ ছবি প্রদান করে সেটিকে এনিমেট করার একটি উদাহরণ দেখানো হয়েছে।
টেক্সট-টু-ইমেজ সিনথেসিস ব্যবহার করে এমন অনেক মিডিয়া জেনারেটর আমরা ইতিমধ্যে দেখেছি। বিশেষ করে OpenAI এর DALL-E ইমেজ জেনারেটর বেশ জনপ্রিয় হয়েছিলো। মেটা তাদের এই টেক্সট-টু-ইমেজ এআই মডেল এর নাম দিয়েছে Make-A-Scene।
Make-A-Video মডেলকে একদম শুরু থেকে ট্রেইন করতে হয়না। বরং মেটা এর ইমেজ সিনথেসিস ডাটা ও আনলেবেলড ভিডিও ট্রেনিং ডাটা ব্যবহার লরে এটি ছবি ও টেক্সট ডিটেক্ট করে। তাই খুব কম সময়ের মধ্যে এটি ইমেজ ও সিন জেনারেট করতে পারে।
তবে এই ফিচার (https://makeavideo.studio/) কবে পাবলিক এর জন্য উন্মুক্ত করা হবে সেটা এখনো জানায়নি মেটা। অবশ্য যারা ভবিষ্যতে এই ফিচার ট্রাই করে দেখতে চায় তাদের জন্য একটি ফর্ম রেখেছে কোম্পানিটি।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
ফটোরিয়েলিস্টিক রেন্ডার এর জনপ্রিয়তার বিষয়ে মেটা ঠিকই জানে। তাই এআই জেনারেটেড ভিডিও তৈরীর ফিচার এনে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে গেলো মেটা। CogVideo এর মত ওপেন সোর্স টেক্সট-টু-ভিডিও মডেল ইতিমধ্যে রয়েছে, দেখার বিষয় মেটার এই নতুন টুল এর সাথে এসব টুল প্রতিযোগিতায় কেমন করে।
👉 ভিডিওঃ আইফোন ১৪ এবং ১৪+ সম্পর্কে বিস্তারিত জানুন
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! techbaaj.com ভিজিট করে নতুন একাউন্ট তৈরি করুন। হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ!
[ad_2]