নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাকাইয়া তোলে ভাবসম্প্রসারণ

[ad_1]

 

ভাবসম্প্রসারণ: নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাকাইয়া তোলে । অথবা, নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে ।

ভাব-সম্প্রসারণ : মানবজীবনে নামের কোনো বিশেষ তাৎপর্য নেই । নাম পৃথিবীতে মানুষকে খ্যাতিমান বা গৌরবান্বিত করে তুলতে পারে না; বরং মানুষই তার মহৎ ও সৃষ্টিশীল কর্মের দ্বারা নামকে বড়ো করে তোলে । তাই নামে নয়, কর্মেই মানুষের প্রকৃত পরিচয় নিহিত ।

বিচিত্র পৃথিবীতে মানুষের বিচিত্র সব নাম। কিন্তু নিছক নাম নিয়ে গৌরব করার কিছু নেই। শুধু নাম অর্থহীন। কোনো ব্যক্তির অর্থবহ ও তাৎপর্যপূর্ণ নাম রাখা হলেও ব্যক্তি যদি তার গুণাগুণ, স্বভাব ও সুকর্মের দ্বারা জীবনে তাৎপর্য অর্জনে ব্যর্থ হয়, তাহলে সেই অর্থবহ ও তাৎপর্যপূর্ণ নামের কোনো মূল্য নেই । কেউ তার কানা ছেলের নাম ‘পদ্মলোচন’ রাখতেই পারে । তাতে কী আসে যায়। আবার সাদামাটা নামের অধিকারী কোনো ব্যক্তি তার গুণ ও কর্মের দ্বারা বিখ্যাত হতে পারে। বস্তুত সুন্দর নাম নয়, সৃষ্টিশীল ও মহৎকর্ম দ্বারাই মানুষ পৃথিবীতে নন্দিত হয় এবং অমরত্ব লাভ করে। শেক্সপিয়র বলেছেন, ‘নামে কী আসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন সে তার সুগন্ধ ছড়াবেই। অতএব পৃথিবীতে সুন্দর নামের কোনো মূল্য নেই মূল্যায়িত হয় মানুষের সুন্দর কর্ম। কৃতকর্মের জন্যই কারো নাম মহিমা পায় এবং জগতে অম্লান হয়ে থাকে । জগতে যেসকল মনীষী চিরস্মরণীয় হয়ে রয়েছেন তাঁদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়— নামে নয় বরং মহৎ কার্যাবলির জন্যই তাঁরা বিখ্যাত হয়েছেন । আমাদের সমাজে অনেকের ধারণা যে, শ্রুতিমধুর সুন্দর নামই মানুষকে খ্যাতিমান ও গৌরবান্বিত করে তোলে; কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল । বস্তুত মানুষের কর্মের প্রভাবেই তার নাম উজ্জ্বল হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে । মহৎকর্মের জন্যই তারা এই পৃথিবীতে অমর হয়ে থাকে এবং এমন ব্যক্তিই মানবসমাজে ধন্য বলে বিবেচিত হয় । পক্ষান্তরে, যার কোনো গুণ নেই, কীর্তি নেই তার কথা কেউ স্মরণ করে না । জীবিতাবস্থায় তারা যেমন সকলের পিছনে পড়ে থাকে তেমনই মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তাদের নাম চিরতরে বিলীন হয়ে যায়। কোনো সদ্য জন্মগ্রহণকারী শিশুর নামের সঙ্গে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের অংশ জুড়ে দেওয়া হয়, তাহলে ওই শিশু যে একজন মহান ব্যক্তিত্বে পরিণত হবে, তা নয়। সুতরাং একথা নিঃসন্দেহে বলা চলে, নামের জন্য মানুষ খ্যাতি লাভ করে না; বরং মহৎ কাজের জন্যই মানুষের নাম বিখ্যাত হয়ে ওঠে।

সুন্দর নাম সুনাম বয়ে আনে না। মানুষের কীর্তিকলাপের মাধ্যমেই তার জীবনের গৌরব ঘোষিত হয়। মহৎকর্মের মাধ্যমে মানুষ যখন অপর মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে তখন তার জীবন হয় সার্থক । তাই চেষ্টা, সাধনা, পরিশ্রম ও অধ্যবসায়ের দ্বারা জীবনকে অর্থবহ করে তোলাই সকলের জীবনব্রত হওয়া উচিত।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url