HTML ট্যাগ এবং Html পেজ কি এবং এদের ব্যবহার ভিডিও সহ

 


কিছু কথাঃ

আসসালামু আলাইকুম, সজলে কেমন আছেন?  আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি। পূর্বে আমি আপনাদের html এর কিছু মৌলিক ধারণা শিখিয়ে ছিলাম, আশা করি সকলেই আর্টিকেলটি পড়েছেন, যারা এখনো আর্টিকেলটি পড়েননি সকলেই আর্টিকেলটি পড়ুন আসুন 👉 

html এর মৌলিক ধারণা এবং এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে html এবং অন্যান্য কোডিং চর্চা করবেন।

সকলেই আর্টিকেলটি পড়ে আসুন তাহলে এই আর্টিকেলটি পড়তে অনেক সুবিধা হবে আপনার।
আজকের আর্টিকেল এ যা যা থাকছেঃ

HTML ট্যাগ এবং Html পেজ কি এবং এদের ব্যবহার ভিডিও সহ

তো চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল। এইচটি এমএল হলো এজটি মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েবপেজ লেখার জন্য ব্যবহৃত হয়। আর ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যঙ্গেল ব্র্যাকেটের  মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেলকে <> কে ওপেনিং এবং শেষ </> অ্যাঙ্গেলকে ক্লোজিং ট্যাগ বলা হয়।তো চলুন ট্যাগের কিছু উদাহরন দেখে নেওয়া যাক।

<p>this is a paragraph </p>
<a href="https://tvwebbd.blgspot.com">this is a link</a>
<br>
<img>
পূর্বের আর্টিকেল পড়লে বুঝতে পারবেন যে কিভাবে মোবাইল দিয়ে এইচটিএমএল চর্চা করা যায়। তো এই কোডগুলোর ফলাফল পেতে মোবাইলে  enwriter এপস এ পেস্ট করে ফলাফল দেখুন।
এইবার এইচটিএমএল সিনট্যাক্স এর কিছু উদাহরণ দেখে আসি👇
Bolded text এর জন্য <b> Bolded text</b>
Italicized text এর জন্য <i>italicized text</i>
Deleted text এর জন্য <del>deleted text</del>
Small text এর জন্য<small>small text</small>
Subsceipt এর জন্য H<sub>2</sub>O

এইচটিএমএল পেজ লেআউট 

ওয়েবসাইটে অনেকগুলো উপাদান থাকে সেই উপাদানগুল কোথায় কিভাবে ব্যবহৃত হবে তার পরিকল্পনার ছককে পেজ লেআউট বলা হয়। প্রত্যেকটি আলাদা পেজের লেআউট ভিন্ন হয়। এইচটিএমএল এ দুইভাবে লেআউট করা যায় সেগুলো হলোঃ 
১. <table> ট্যাগ এর মাধ্যমে
২.<div>ট্যাগ এর মাধ্যমে

<table>ট্যাগ এর মাধ্যমে একটি এইচটিএমএল লে-আউট তৈরি করার কোড দেওয়া হলো, আপনারা চাইলে কোডগুলো মোবাইল enwriter apps এও ট্রাই করে দেখতে পারেন
<!DOCTYPE html>
<html>
<body>
<table width = "50%" border="1">
<tr><td colspan="2" bgcolor="yellow"> <h1>tvwebbd</h1>
</td></tr> <tr> <td bgcolor="green" width="25%"> <b>Main Menu</b><br/> 1.tvwebbd trends<br /> 2.iptv<br /> 3.technology </td> <td bgcolor="red" width="75%" height="200"> technology contents</td></tr> <tr><td colspan="2" bgcolor="blue"> <center> Copyright © tvwebbd</center></td></tr> </table></body></html> ----
ফলাফল নিচে ভিডিওতে দেখানো হলো👇

এইচটিএমএল লাইন ব্রেকের ক্ষেত্রে এই কোডগুলো ব্যবহার করবেনঃ
<html>
<p>this is<br>a para <br>graph with line break</p>
</html>
চলুন এবার কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখে আসি
বোল্ড করতেঃ <b>
আন্ডারলাইন করতেঃ <u>
বড় দেখাতেঃ <big>
ছোট করে দেখাতেঃ <small>
স্ট্রং করে দেখাতেঃ<strong>

মারকুয়ি ট্যাগের একটি উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>html marquee tag</title>
</head>
<body>
<marquee direction="right">this text will scroll from left to right</marquee>
</body></html>
ভিডিওতে ফলাফল দেখানো হলো👇

তো আজ এপর্যন্তই পরবর্তীতে এইচটিএমএল এর আরো কিছু উদাহরণ দেখাবো ততক্ষণে আমাদের সাইটের সাথেই থাকুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url