ওয়ার্ড ডকুমেন্টকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করুন সহজেই | Techtunes

[ad_1]

মাইক্রোসফট দিন দিন নিজেদের কে আরও আপডেট করছে এবং তাদের প্রোডাক্ট গুলোতে যুক্ত করছে নতুন নতুন সব ফিচার। আমরা এর আগে একটি টিউনে দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট এর অনলাইন ভার্সন গুলো ব্যবহার করা যায়। আজকে আমরা মাইক্রোসফট এর সেই অনলাইন ভার্সনের চমৎকার একটি কাজ দেখতে চলেছি।

অবাক করার মত বিষয় হলেও এটা সত্যি যে আপনি এখন চাইলে মুহূর্তের মধ্যে আপনার ওয়ার্ড ডকুমেন্ট গুলোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কনভার্ট করে ফেলতে পারবেন। মাইক্রোসফট মূলত এই কাজটি করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন।

ওয়ার্ড ডকুমেন্টকে পাওয়ার পয়েন্টে রূপান্তর করবেন যেভাবে

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার ওয়ার্ড ডকুমেন্টকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কনভার্ট করা যায়।

প্রথমে office.com  এর ওয়ার্ডে চলে যান

আপনার ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করুন অথবা ওপেন করুন

Export ক্লিক করে Export to power point সিলেক্ট করুন

পছন্দ মত টেম্পলেট সিলেক্ট করুন এবং Export এ ক্লিক করুন

ব্যাস মুহূর্তেই হয়ে গেল চমৎকার একটি প্রেজেন্টেশন

শেষ কথা

মাইক্রোসফটের অনলাইন অফিস ভার্সনটি এক কথায় অসাধারণ সেখানে এমন একটি ফিচার আসলেই প্রশংসা করার মত। আশা করছি মাইক্রোসফটের এই ফিচারটি আপদের কাছে ভাল লেগেছে।

বলা যায় এই টিউনে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Source link

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url