Auto Blogging কি ও কিভাবে অটো পোস্ট হবে আপনার সাইটে সকল কিছু
[ad_1]
Auto Blogging কি
অটো ব্লাগিং হল অন্য জনের সাইট থেকে পোস্ট কপি করা ছাড়াই আপনার নিজের সাইটে পোস্ট নিয়ে আসা। এইখানে আপনি আপনার সাইটে পোস্ট করতে হবে না। আপনি আপনার সাইটে নিজে কষ্ট না করেই পোস্ট করা অথবা কোন কনটেন্ট দেওয়া কেই অটো ব্লগিং বলা হয়। এইখানে আপনার কোনো কষ্ট করতে হবে না অটো পোস্ট হতে থাকবে আপনার সাইটে ।
Autoblogging & Affiliate Marketing Plugin
অটো ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগিন রয়েছে আপনি এই প্লাগিন গুলা ফ্রিতে এবং
কিনে ইউজ করতে পারবেন। ডব্লিউবি অটোমেটিক প্লাগিন লিখে গুগলে সার্চ করলে
অনেক রকম প্লাগিন পাবেন যেকোনো একটা আপনি ইউজ করতে পারবেন।
কিভাবে অটো পোস্ট হবে আপনার সাইটে
আপনি যদি অটো ব্লগিং করতে চান অটো আপনার সাইটে পোস্ট আনতে চান তাহলে
আপনাকে প্রিয় সাইট গুলো বেছে নিতে হবে যেমন আপনি ধরেন ট্রিকবিডি থেকে পোস্ট আনবেন
তাহলে এইখানে আপনি ট্রিকবিডি এর আরএসএস ফিড লিনক গুলো খুজে বের করতে হবে।
আপনাকে আরএসএস ফিড লিংক খুঁজে বের করে আপনার সাইটের সাথে কানেক্ট করতে হবে
তাহলেই আপনার সাইটে অটোপোস্ট চলে আসবে। যখন আপনি একটা সাইডে আরএসএস ফিড লিংক
কপি করে নিয়ে আসবেন তখন আপনি আপনার ইচ্ছামত ক্যাটাগরিতে ওই সাইটের লিংক ইউজ করতে
পারবেন তাহলে আপনার সকল পোষ্ট যখন ওই সাইটে নতুন নতুন পোস্ট করবে নতুন নতুন সকল পোষ্ট
আপনার সাইটে অটো পাবলিস্ট হয়ে যাবে।
কিভাবে একটা সাইটের RSS Feed লিংক খুজে পাবো ?
আরএসএস ফিড লিঙ্কগুলা খুঁজে বের করা খুবই সহজ আপনাকে প্রথমে যে সাইটের পোস্ট কপি করবেন
সেই সাইটে যেতে হবে তারপর ওই সাইটের ইউআরএল এর ডানপাশে ফ্লাশ দিয়ে আরএসএস লিখে এন্টার প্রেস
করলেই চলে আসবে। যদি কোন করবে না আসে তাহলে ভাববেন ওই সাইটের ফিড লিংক চেঞ্জ করা হয়েছে ।
yoursitelink.com/rss
yoursitelink.com/feed
আরো নতুন নতুন টিপস পেতে সাথে থাকুন ভাল লাগলে
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই পোস্টটি .
Tags: auto blogging,auto blogging earning,what is auto blogging,auto blogging setup,auto blogging on blogger,blogging,auto blogging traffic,auto blogging wordpress,auto blogging plugin,how to start auto blogging,auto blogging news website,auto blogging earning proof,auto blogging adsense approval,auto blogging website,auto blogging hindi,auto blogging in 2022,wordpress auto blogging website,auto blogging website on wordpress,blogging for beginners
[ad_2]