TIN Certificate কি ? টিন সার্টিফিকেট কেন দরকার বা প্রয়োজন সবার জানুন

[ad_1]

প্রথমেই জানবো আমরা TIN Certificate কি ? এটা হল একটা আয়কর সার্টিফিকেট বা প্রমানপত্র। 

TIN Certificate কি ? টিন সার্টিফিকেট কেন দরকার বা প্রয়োজন

আপনি যদি কোথাও বাড়ি করতে যান বা গাড়ী কিনতে যান তাহলে আপনাকে এখন আয়কর এর টিন নাম্বার দেখাতে হবে । 

আপনি যদি এখন অনলাইনে কাজ করে বিদেশ থেকে টাকা আনতে চান তাহলে এটা দরকার বা প্রয়োজন পরবে। 

ধরেন আপনি টাকা ইনকাম করেন কোন এক পথে বা হালাল ভাবেই এইটা অনেকেই জানে না। আপনি আপনার ইনকামের টাকা গুছিয়ে আপনি একটা জায়গা কিনে বাড়ি করতে চাচ্ছেন। এখানে আপনাকে আপনার ইনকামের আয় দেখাতে হবে আপনাকে অনেকেই বলবে । 

আপনি যে ইনকাম করছে তা আয়কর কি সরকার কে দিছেন বা আপনি কি সরকার কে ট্যাক্স দিছেন তখন আপনি পরবেন বিপদে । তাই এই টিন সার্টিফিকেট আপনি আগেই করে রাখলে আপনার কাজে দিবে। 

tin-certificate download 

টিন সার্টিফিকেট করার নিয়ম,টিন সার্টিফিকেট,টিন সার্টিফিকেট কেন দরকার,টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম,টিন সার্টিফিকেট কি,টিন সার্টিফিকেট কি কি কাজে লাগে,টিন সার্টিফিকেট সংশোধন,টিন সার্টিফিকেট এর সুবিধা,ই টিন সার্টিফিকেট কি,টিন সার্টিফিকেট করতে কত টাকা,আয়কর নিবন্ধন বা e-tin কেন প্রয়োজন জেনে নিন,টিন সার্টিফিকেট তৈরী,টিন সার্টিফিকেট বের করার নিয়ম,টিন সার্টিফিকেট ডাউনলোড,ই-টিন সার্টিফিকেট,টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

টিন সার্টিফিকেট কেন দরকার বা প্রয়োজন সবার জানুন

  1. আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য
  2. বিভাগীয় জেলা শহর অথবা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য
  3. মাল সরবরাহ, চুক্তিনামা অথবা অন্যান্য যেকোনো বাণিজ্যের দরপত্রের জন্য
  4. সাধারণ বীমা তালিকাভুক্তকরণ অথবা লাইসেন্স নবায়ন করার জন্য
  5. এক লাখ টাকার ওপরে সিটি করপোরেশনভুক্ত অঞ্চলে যেকোনো জমি বা ভবন রেজিস্ট্রেশনের জন্য
  6. ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে।
  7. কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য
  8. ড্রাগ লাইসেন্সের জন্য
  9. যেকোনো ব্যবসায়িক সমিতির সদস্য হওয়ার জন্য কিংবা সদস্যপদ নবায়ন করার জন্য
  10. আইএসডি টেলিফোন সংযোগের জন্য

TIN Certificate বানানো কিভাবে ? 

প্রথমেই আপনাকে https://secure.incometax.gov.bd/TINHome এই সাইটে যেতে হবে । আপনার আপনাকে আপনার নিজের নামে বা পিতা ও মাতার নামে করতে চাইলে। তার নাম অনুসারে আপনার রেজিস্টার করতে হবে। 

TIN Certificate বানাতে কি কি কাগজপত্র দরকার 

এরপর যার নামে রেজিস্টার  করলেন তার পিতা ও মাতার নাম আইডি কার্ড নাম্বার ও নাম ঠিকানা ও মোবাইল নাম্বার। 

তারপর আপনি যার নামে রেজিস্টার  করলেন তার আইডি কার্ড ছবি ও নাম ঠিকানা মোবাইল নাম্বার সকল কিছু দরকার। 

যা যা লিখবেন সব কিছু তাদের আইডি কার্ড অনুসারে লিখবেন। 

আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন। 

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url