(PDF) ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস

[ad_1]

অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩-১৯৪৭), বিষয় কোড: ২৪১৫০৫।

ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. নিজামত বলতে কী বুঝ?
উত্তর : সামরিক ও আইনশৃঙ্খলা বজায় রাখার শাসন ক্ষমতাকে নিজামত বলে।

২. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

৩. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

৪. নিয়ামক আইন কী?
উত্তর : নিয়ামক আইন হলো ১৭৭৩ খ্রিস্টাব্দের ভারত সংক্রান্তব্রিটিশ পার্লামেন্টে প্রণীত আইন।

৫. ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন কোনটি?
উত্তর : ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন হলো ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট।

৬. কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : রেগুলেটিং বা নিয়ন্ত্রণকারী আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়।

৭. পিট কে ছিলেন?
উত্তর : উইলিয়াম পিট ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

৮. কখন প্রথম সনদ আইন পাস হয়?
অথবা, কখন সনদ আইন পাস হয়?
অথবা, প্রথম সনদ আইন পাস হয় কখন?
উত্তর : ১৭৯৩ খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন পাস হয়।

৯. ‘Laissez Faire’ কথাটির অর্থ কী?
উত্তর : ‘Laissez Faire’ কথাটির অর্থ হলো মুক্তবাজার অর্থনীতি।

১০. শেষ সনদ আইন কবে পাস হয়?
উত্তর : শেষ সনদ আইন ১৮৫৩ সালে পাস হয়।

১১. ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কবে এবং কীভাবে?
উত্তর : ১৮৫৮ সালে মহারানি ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।

১২. কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়?
উত্তর : ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়।

১৩. প্রথম ভারত সচিব কে ছিলেন?
উত্তর : প্রথম ভারত সচিব ছিলেন স্ট্যানলে।

১৪. কাইজার ই হিন্দ কার উপাধি ছিল?
উত্তর : কাইজার ই হিন্দ মহারানি ভিক্টোরিয়ার উপাধি ছিল।

১৫. প্রজাস্বত্ব আইন কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : প্রজাস্বত্ব আইন ১৮৮৫ সালে প্রবর্তিত হয়।

১৬. অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন?
উত্তর : অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন ব্রিটিশ সিভিলিয়ান।

১৭. কোন আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উত্তর : ১৯০৯ সালের ভারতীয় কাউন্সিল আইনে মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।

১৮. সাইমন কমিশন কখন গঠিত হয়েছিল?
উত্তর : সাইমন কমিশন ১৯২৭ সালে গঠিত হয়েছিল।

১৯. ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘায়িত আইন কোনটি?
উত্তর : ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘায়িত আইন হচ্ছে ১৯৩৫ সালের ভারত শাসন আইন।

২০. লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর।

২১. ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?
উত্তর : ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ সালের ১৮ জুলাই পাস হয়।

২২. কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়?
উত্তর : ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়।

২৩. কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
উত্তর : ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।

২৪. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন?
উত্তর : ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন।

২৫. পিটের ভারত শাসন আইন কখন পাস হয়?
উত্তর : পিটের ভারত শাসন আইন ১৭৮৪ খ্রিস্টাব্দে পাস হয়।

২৬. কর্নওয়ালিস কোড কী?
উত্তর : ১৭৯৩ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ৪৮টি রেগুলেশন বা আইন জারি করে, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত।

২৭. কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়?
উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়।

২৮. মর্লি-মিন্টো কে ছিলেন?
উত্তর : মর্লি-মিন্টো ছিলেন যথাক্রমে ভারত সচিব ও ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।

২৯. ১৯১৬ সাল কেন বিখ্যাত?
উত্তর : ১৯১৬ সাল ঐতিহাসিক লক্ষ্মৌ চুক্তির জন্য বিখ্যাত।

৩০. বেঙ্গল প্যাক্ট কী?
উত্তর : বেঙ্গল প্যাক্ট হলো ১৯২৩ সালে স্বাক্ষরিত হিন্দু-মুসলিম সম্প্রীতির চুক্তি।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. এলাহাবাদ চুক্তির (১৭৬৫) ধারাসমূহ ব্যাখ্যা কর।
২. দেওয়ানির গুরুত্ব লেখ।
৩. দ্বৈতশাসনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
৪. নিয়ামক আইন ব্যাখ্যা কর।
৫. ১৭৭৩ সালে রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়েছিল?

৬. পিটের ভারত শাসন আইনের (১৭৮৪) প্রধান ধারাসমূহ বর্ণনা কর।
৭. ১৭৯৩ খ্রিস্টাব্দের সনদ আইনের পটভূমি আলোচনা কর।
৮. ১৮৩৩ সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা কর।
৯. ১৮৫৩ সালের সনদ আইনের ধারাসমূহ আলোচনা কর।
১০. ১৮৫৮ সালের ভারত শাসন আইনের পটভূমি সংক্ষেপে লেখ।

১১. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট (১৮৭৮) কী?
১৩. ইলবার্ট বিল কী?
১৪. সিমলা ডেপুটেশন কী?
১৫. ১৯০৯ সালের সংস্কার আইনের পটভূমি লেখ।
১৬. অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

১৭. ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লেখ।
১৮. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের যেকোনো তিনটি ধারা লেখ।
১৯. ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ কী ছিল?
২০. ১৯৪৭ সালের ভারত বিভক্তির কারণসমূহ সংক্ষেপে লেখ।
২১. ভারত বিভাজন (১৯৪৭) কী অনিবার্য ছিল?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. এলাহাবাদ চুক্তির (১৭৬৫) ধারাসমূহ ব্যাখ্যা কর। এ চুক্তির গুরুত্ব বর্ণনা কর।
২. ১৭৬৫-১৭৭২ সাল পর্যন্ত অ্যাংলো-মুঘল যৌথ শাসনব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের দোষ-গুণ আলোচনা কর।
৪. ১৭৯৩ খ্রস্টাব্দের সনদ আইনের পটভূমি আলোচনা কর।
অথবা, ১৭৯৩ খ্রিস্টাব্দের সনদ আইনের পটভূমি বর্ণনা কর।

৫. ১৭৯৩ খ্রিস্টাব্দের সনদ আইনের পটভূমি ও ধারাসমূহ আলোচনা কর।
৬. চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ পর্যালোচনা কর।
৭. ১৮১৩ সালের সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর।
৮. ১৮৩৩ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৯. ১৮৫৩ সালের সনদ আইনের প্রধান ধারাগুলো উল্লেখপূর্বক এ আইনের সাংবিধানিক গুরুত্ব নির্ণয় কর।

১০. ১৮৫৮ সালের ভারত সরকার শাসন আইনের পটভূমি আলোচনা কর।
১১. ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারাসমূহ আলোচনা কর।
১২. ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ কর।
১৩. ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের পটভূমি এবং বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।
১৪. ১৮৯২ সালের কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ কর।

১৫. ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৬. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ধারাসমূহ লেখ। এই আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি কী ছিল?
১৭. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।

১৮. ১৯৪২ সালের ক্রিপস মিশন সম্পর্কে আলোচনা কর। ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন?
১৯. ১৯৪৭ সালে ভারত বিভক্তির পটভূমি বর্ণনা কর।
২০. কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ১৯৪৭ সালে ভারত শাসন আইন প্রণীত হয়েছিল?

Answer Sheet


আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url