যুক্তরাষ্ট্রের ইতিহাস (PDF) অনার্স ৪র্থ বর্ষের সাজেশন

[ad_1]

অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের যুক্তরাষ্ট্রের ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৮৬১-১৯৪৫), বিষয় কোড: ২৪১৫১১।

যুক্তরাষ্ট্রের ইতিহাস pdf

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আমেরিকায় সর্বপ্রথম দাস নিয়ে আসা হয় কখন?
উত্তর : আমেরিকায় সর্বপ্রথম দাস নিয়ে আসা হয় ১৬১৯ খ্রিস্টাব্দে।

২. স্লেইভ কোড কবে কার্যকর করা হয়?
উত্তর : স্লেইভ কোড ১৭০৫ খ্রিস্টাব্দে কার্যকর করা হয়।

৩. ‘লিবারেটর’ নামক সংবাদপত্রটির প্রকাশক কে ছিলেন?
উত্তর : ‘লিবারেটর’ নামক সংবাদপত্রটির প্রকাশক ছিলেন উইলিয়াম লয়েড গ্যারিসন।

৪. ‘দাস মুক্তির ঘোষণাপত্র’ কত সালে প্রচার করা হয়?
উত্তর : ‘দাস মুক্তির ঘোষণাপত্র’ ১৮৬২ সালে প্রচার করেন।

৫. আমেরিকার সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথার বিলুপ্তি ঘটানো হয়?
উত্তর : আমেরিকার সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে দাসপ্রথার বিলুপ্তি ঘটানো হয়।

৬. ১৮৬১ সালে দক্ষিণের কয়টি রাজ্য নিয়ে কনফেডারেট স্টেট অভ আমেরিকা গঠিত হয়েছিল?
উত্তর : ১৮৬১ সালে দক্ষিণের ১১টি রাজ্য নিয়ে কনফেডারেট স্টেট অভ আমেরিকা গঠিত হয়েছিল।

৭. কাদের মধ্যে আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ইউনাইটেড স্টেটস অভ আমেরিকা (ইউনিয়ন) ও কনফেডারেট স্টেটস অভ আমেরিকার (কনফেডারেসি) মধ্যে আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হয়।

৮. ব্র্যাডিক্যাল পুনর্গঠনের প্রবর্তক কে?
উত্তর : র‍্যাডিক্যাল পুনর্গঠনের প্রবর্তক হলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।

৯. ‘Impending Crisis of the South’ কার লেখা?
উত্তর : ‘Impending Crisis of the South’ গ্রন্থটি Hinton Rowan Helper এর দেখা।

১০. ‘কম্বাইনস’ যন্ত্রের মাধ্যমে কৃষিক্ষেত্রে একসঙ্গে কয়টি এবং কী কী কাজ করা হতো?
উত্তর : ‘কমবাইনস’ যন্ত্রের মাধ্যমে কৃষিক্ষেত্রে একসঙ্গে ৪টি কাজ করা হতো। যথা : ফসল কাটা, মাড়াই করা, পরিষ্কার করা ও বস্তাবন্দি করা।

১১. ১৮৬২ সালে স্থাপিত আমেরিকান কৃষি বিভাগের নাম কী?
উত্তর : ১৮৬২ সালে স্থাপিত আমেরিকান কৃষি বিভাগের নাম আইজ্যাক নিউটন।

১২. ‘ফার্মার্স অ্যান্ড লেবার’স ইউনিয়ন অব আমেরিকা’ কী?
উত্তর : ‘ফার্মার্স অ্যান্ড লেবার’স ইউনিয়ন অব আমেরিকা’ হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমিতি বা সংগঠন।

১৩. কোন জোটের মাধ্যমে আমেরিকায় পপুলিস্ট পার্টির উত্থান ঘটে?
উত্তর : ‘ফার্মার্স অ্যান্ড লেবার’স ইউনিয়ন অব আমেরিকা’ জোটের মাধ্যমে আমেরিকায় পপুলিস্ট পার্টির উত্থান ঘটে।

১৪. কটন জিন কে, কখন আবিষ্কার করেন?
উত্তর : কটন জিন এলি ইউটনি ১৭৯৩ সালে আবিষ্কার করেন।

১৫. ‘নোবেল অর্ডার অব দি নাইটস অব লেবার’ কাদের সংঘ ছিল?
উত্তর : ‘নোবেল অর্ডার অব দি নাইটস অব লেবার’ আমেরিকার শ্রমিকদের জাতীয় সংঘ ছিল।

১৬. আমেরিকার কে সেলাই মেশিন আবিষ্কার করেন?
উত্তর : আমেরিকার এলিস হোয়ি সেলাই মেশিন আবিষ্কার করেন।

১৭. কোন আন্দোলনকে ‘Efficiency Movement’ নামে অভিহিত করা হয়?
উত্তর : প্রগতিশীল আন্দোলনকে ‘Efficiency Movement’ নামে অভিহিত করা হয়।

১৮. Big Stick Policy কোন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ছিল?
উত্তর : Big Stick Policy প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি ছিল।

১৯. আমেরিকার সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর : আমেরিকার সংবিধানের ১৯তম সংশোধনীর মাধ্যমে নারীরা ভোটাধিকার লাভ করে।

২০. কোন যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় বিপ্লব বলা হয়?
উত্তর : ১৮১২ সালের অ্যাংলো-মার্কিন যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় বিপ্লব বলা হয়।

২১. প্যান-আমেরিকান সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : প্যান আমেরিকান সম্মেলন ১৯২৩ সালে চিলিতে অনুষ্ঠিত হয়।

২২. স্পেন-আমেরিকা যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে?
উত্তর : স্পেন-আমেরিকা যুদ্ধের অবসান ঘটে প্যারিস চুক্তির মাধ্যমে।

২৩. কে চৌদ্দ দফা প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর : মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন চৌদ্দ দফা প্রস্তাব উত্থাপন করেন।

২৪. দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে আমেরিকা কোন নীতি অনুসরণ করে?
উত্তর : দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে আমেরিকা বিচ্ছিন্নতাবাদী ও আত্মকেন্দ্রিক নীতি অনুসরণ করে।

২৫. জাপান কখন পার্ল হারবার আক্রমণ করে?
অথবা, জাপান কত সালে আমেরিকার পার্ল হারবার নৌঘাটি আক্রমণ করে?
উত্তর : জাপান পার্ল হারবার আক্রমণ করে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।

২৬. মহামন্দা চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : মহামন্দা চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হার্বার্ট হুভার।

২৭. ‘ডি’ সংস্কার কর্মসূচি কে প্রবর্তন করেন?
উত্তর : ‘নিউ ডিল’ সংস্কার কর্মসূচি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রবর্তন করেন।

২৮. NATO এর পূর্ণরূপ কী?
উত্তর : NATO এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization.

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. আমেরিকায় দাসপ্রথা উদ্ভবের কারণ সংক্ষেপে লেখ।
অথবা, আমেরিকায় কেন দাসপ্রথার উদ্ভব হয়েছিল?
২. আঞ্চলিকতাবাদ কী?
৩. ১৮৫০ সালের আপসরফা কী?
৪. আব্রাহাম লিংকনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. ব্ল্যাক ফ্রাইডে কী?

৬. গৃহযুদ্ধপরবর্তী আমেরিকার কৃষি বিপ্লবের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৭. ১৮৬২ সালের ‘বাস্তুভিটা আইন’ সম্পর্কে লেখ।
অথবা, ‘বাস্তুভিটা আইন’ সম্পর্কে লেখ।
৮. কুড়ি শতকের গোড়ায় কাদেরকে আমেরিকার ‘শিল্প জগতে ক্যাপটেন’ বলা হতো?

৯. মে দিবসের গুরুত্ব কী?
অথবা, মে দিবসের গুরুত্ব লেখ।
অথবা, ‘মে দিবসের’ তাৎপর্য কী?
১০. প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ‘Big Stick Policy’ ব্যাখ্যা কর।

১১. প্যান আমেরিকানিজম বলতে কী বুঝ?
১২. ইয়ং পরিকল্পনা কী?
১৩. ‘পানামা খাল’ সম্পর্কে টীকা লেখ।
১৪. দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে মার্কিন নীতি আলোচনা কর।
অথবা, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন সময় আমেরিকার পররাষ্ট্রনীতি (১৯১৯-১৯৩৯) আলোচনা কর।

১৫. মহামন্দা কী?
১৬. মহামন্দার কারণসমূহ উল্লেখ কর।
অথবা, মহামন্দার কারণগুলো সংক্ষেপে বর্ণনা কর।
১৭. নিউ ডিল সংস্কার বলতে কী বুঝ?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. আমেরিকার গৃহযুদ্ধের পটভূমি আলোচনা কর। এর ফলাফল কী ছিল?
অথবা, আমেরিকার গৃহযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা কর। আমেরিকার পরবর্তী ইতিহাসের গুরুত্ব কী ছিল?
অথবা, আমেরিকার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লিখ।
২. গৃহযুদ্ধোত্তর আমেরিকার পুনর্গঠনের সমস্যাবলি আলোচনা কর। ব্র্যাডিক্যাল পুনর্গঠন পরিকল্পনা কি সমস্যা সমাধানে সক্ষম হয়েছিল?
৩. আমেরিকার কৃষি বিপ্লবের কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, কৃষি বিপ্লব বলতে কী বুঝ? আমেরিকার কৃষি বিপ্লবের কারণসমূহ বিশ্লেষণ কর।

৪. উনিশ শতকে আমেরিকায় বিভিন্ন কৃষক সমিতির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৫. পপুলিস্ট পার্টির উত্থান ও পতন সম্পর্কে আলোচনা কর।
অথবা, পপুলিস্ট পার্টির উত্থান ও পতন সম্পর্কে পর্যালোচনা কর।
৬. আমেরিকার শিল্পবিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর।
৭. প্রগতিশীল আন্দোলন কী? প্রগতিশীল আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।

৮. প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি মূল্যায়ন কর।
৯. ১৮৯৮ সালের স্পেন-আমেরিকা যুদ্ধের কারণগুলো বিশ্লেষণ কর।
অথবা, ১৮৯৮ সালে স্পেন-আমেরিকা যুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা কর।
১০. আমেরিকা কেন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।

১১. দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে মার্কিন নীতি আলোচনা কর।
অথবা, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন সময় আমেরিকার পররাষ্ট্রনীতি (১৯১৯-১৯৩৯) আলোচনা কর।

১২. মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের স্বপক্ষে যুক্তি দেখাও।
অথবা, আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।
১৩. ১৯২১-২২ সালে অনুষ্ঠিত ওয়াশিংটন সম্মেলনের বিবরণ দাও।
১৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কী? এ যুদ্ধে হিটলারের দায়ভার কতটুকু?

Answer Sheet


আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের যুক্তরাষ্ট্রের ইতিহাস pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url