নন্দনতত্ত্ব PDF সাজেশন | দর্শন অনার্স ৪র্থ বর্ষ

[ad_1]

অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দর্শন বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের নন্দনতত্ত্ব pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: নন্দনতত্ত্ব, বিষয় কোড: ২৪১৭০৫।

নন্দনতত্ত্ব pdf সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. নন্দনতত্ত্ব দর্শনের কোন শাখায় আলোচিত হয়?
উত্তর : নন্দনতত্ত্ব দর্শনের বিশ্বতত্ত্ব বা রূপবিজ্ঞান শাখায় আলোচিত হয়।

২. প্রাচীন যুগের দুজন নন্দনতাত্ত্বিকের নাম উল্লেখ কর।
উত্তর : প্রাচীন যুগের দুজন নন্দনতাত্ত্বিক হলেন- ১. আচার্য ব্রজেন্দ্রনাথ, ২. অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ৩. রবীন্দ্রনাথ ঠাকুর।

৩. ইংরেজি ‘Aesthetics’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘Aesthetics’ শব্দটি গ্রিক Aisthetikos নামক শব্দ থেকে এসেছে।

৪. ‘Aesthetics’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ‘Aesthetics’ শব্দটি Alexander Baumgarten প্রথম ব্যবহার করেন।

৫. ‘Aesthetics Judgement’ এর অর্থ কী?
উত্তর : ‘Aesthetics Judgement এর অর্থ নান্দনিক অবধারণ।

৬. নন্দনতত্ত্ব কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : নন্দনতত্ত্ব হলো সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান।

৭. শিল্প বা Art কাকে বলে?
উত্তর : চিরন্তন ও চিরায়ত নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ধৃত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে স্যারের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চারণ ঘটানোকেই শিল্প বা Art বলে।

৮. ‘Purposiveness without a purpose’ – উক্তিটি কার?
উত্তর : ‘Purposiveness without a purpose’ – উক্তিটি কান্টের।

৯. সুন্দর বস্তুগত না আত্মগত?
সুন্দর কি আত্মগত, না বস্তুগত?
উত্তর : সুন্দর বস্তুগত ও আত্মগত উভয়ই।

১০. শিল্প কথাটির অর্থ কী?
উত্তর : শিল্প কথাটির অর্থ হলো সৌন্দর্য সৃষ্টি করা।

১১. অনুকৃতিবাদ কী?
উত্তর : যে মতবাদ অনুসারে মানুষের জীবন ও কর্ম, বাস্তবের কোনো বিষয় বা বস্তু এবং প্রকৃতির কোনো দৃশ্য বা ঘটনা অনুকরণ করে শিল্পী তার শিল্পকর্মকে অধিকতর ভালো বা মন্দরূপে চিত্রায়ণ, উপস্থাপন বা রূপায়ণ করে তাকে অনুকৃতিবাদ বলে।

১২. শিল্প কী?
উত্তর : কৌশল, দক্ষতা, পারদর্শিতা প্রভৃতি ব্যবহার করে সৃষ্ট কোনো বস্তু বা বিষয়কে শিল্প বলা হয়।

১৩. ‘Poetics’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Poetics’ গ্রন্থের লেখক এরিস্টটল।

১৪. শিল্পীর উদ্দেশ্য কী?
উত্তর : শিল্পীর উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি করা।

১৫. গ্রিক শিল্পের কয়টি ধারা ও কী কী?
উত্তর : গ্রিক শিল্পের দুটি ধারা। যথা : চারুশিল্প ও কারুশিল্প।

১৬. তিনটি চারুশিল্পের নাম লেখ।
উত্তর : তিনটি চারুশিল্পের নাম হলো ললিতকলা, মানবিক কলা ও কাব্যনাট্য।

১৭. কাকে শিল্পাচার্য বলা হয়?
উত্তর : জয়নুল আবেদীনকে শিল্পাচার্য বলা হয়।

১৮. Imitation of Imitation কে বলেছেন?
উত্তর : Imitation of Imitation প্লেটো বলেছেন।

১৯. সৌন্দর্যের শ্রেণিবিভাগগুলো কী কী?
উত্তর : সৌন্দর্যের শ্রেণিবিভাগগুলো হলো- ১. সাধারণ সৌন্দর্য,
২. সৃজনশীল সৌন্দর্য এবং ৩. মহত্তম সৌন্দর্য।

২০. Art for life sake এর অর্থ কী?
উত্তর : Art for life sake এর অর্থ জীবনের জন্য শিল্প।

২১. বাংলা ভাষায় নন্দনতত্ত্বের ব্যবহার প্রথম কে করেন?
উত্তর : বাংলা ভাষায় নন্দনতত্ত্বের ব্যবহার করেন ব্রজেন্দ্রনাথ শীল।

২২. ‘সৌন্দর্য দর্শন ও অলংকারশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘সৌন্দর্য দর্শন ও অলংকারশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

২৩. বাংলা ভাষায় নন্দনতত্ত্বের ব্যবহার প্রথম কে করেন?
উত্তর : বাংলা ভাষায় নন্দনতত্ত্বের ব্যবহার প্রথম করেন অবনীন্দ্রনাথ ঠাকুর।

২৪. অবনীন্দ্রনাথ ঠাকুরের ২৯ টি বক্তৃতা কোন গ্রন্থে প্রকাশিত?
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুরের ২৯ টি বক্তৃতা ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ গ্রন্থে প্রকাশিত।

২৫. Aesthetics Philosopher কে?
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুরকে Aesthetics Philosopher বলা হয়।

২৬. অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ হলো ‘দৃষ্টি ও সৃষ্টি’।

২৭. অবনীন্দ্রনাথ কে ছিলেন?
উত্তর : অবনীন্দ্রনাথ একজন ভারতীয় নন্দনতাত্ত্বিক ছিলেন।

২৮. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কী?
উত্তর : স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ।

২৯. স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প কী?
উত্তর : স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প হলো জগতের সর্বন স্বার্থপূর্ণ আনন্দের বিষয়।

৩০. স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প কী?
উত্তর : স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প হলো এমন বিষয় বা বস্তু যার মধ্যে সত্য, শিব ও সুন্দর এ তিনটি মলাই উপস্থিত রয়েছে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. নন্দনতত্ত্বের স্বরূপ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা, নন্দনতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা কর।
২. নন্দনতত্ত্বের প্রধান দুটি সমস্যা আলোচনা কর।
৩. নন্দনতত্ত্ব ও দর্শনের মধ্যে পার্থক্য কর।
৪. নন্দনতত্ত্বের সাথে নীতিদর্শনের সম্পর্ক কী?

৫. সংক্ষেপে শিল্পের ধারাসমূহ আলোচনা কর।
৬. শিল্পে সুন্দরের ভূমিকা কী? ব্যাখ্যা কর।
৭. শিল্পের সুন্দরের ধারণা কী? ব্যাখ্যা কর।
৮. ‘শিল্পের জন্য শিল্প।’ – এই তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, Art for Art’s sake উক্তিটি ব্যাখ্যা কর।
৯. কান্ট কীভাবে শিল্পের শ্রেণিবিভাগ করেন?

১০. প্রকৃতির সৌন্দর্য ও শিল্পকলার সৌন্দর্যের পার্থক্য ব্যাখ্যা কর।
১১. শিল্প ও সমাজ বলতে কী বুঝ?
১২. সংক্ষেপে শিল্প ও বাস্তবতা সম্পর্কে আলোচনা কর।
১৩. শিল্পে বাস্তবতার ভূমিকা কী? ব্যাখ্যা কর।

১৪. শিল্পের মনস্তাত্ত্বিক মূল্য ব্যাখ্যা কর।
১৫. মার্কসীয় নন্দনতত্ত্বের প্রেক্ষাপটের রূপরেখা দাও।
১৬. অবনীন্দ্রনাথের ‘দৃষ্টিতত্ত্ব’ ব্যাখ্যা কর।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. নন্দনতত্ত্ব বলতে কী বুঝ? নন্দনতত্ত্বের বিষয়বস্তু আলোচনা কর।
২. শিল্পের আকারগত তত্ত্ব বলতে কী বুঝায়? দৃষ্টান্তসমূহ ব্যাখ্যা কর।
৩. নন্দনতত্ত্বের পরিপ্রেক্ষিতে অনুকৃতিবাদের ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৪. প্রকৃতির সৌন্দর্য ও শিল্পকলার সৌন্দর্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
৫. শিল্পের সামাজিক ও মনস্তাত্ত্বিক মূল্য আলোচনা কর।

৬. শিল্পকলার সামাজিক ও সাংস্কৃতিক মূল্য ব্যাখ্যা কর।
৭. শিল্প বিচার কী? স্থাপত্য ও ভাস্কর্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
৮. মার্কসীয় শিল্পতত্ত্বের রূপরেখা দাও।
৯. মার্কসবাদীরা কীভাবে ‘শিল্পের জন্য শিল্প’ তত্ত্বকে খণ্ডন করেন?

১০. ব্রজেন্দ্রনাথ শীল কীভাবে শিল্পকলার শ্রেণিবিন্যাস সম্পর্কে হেগেলীয় মতের সমালোচনা করেন?
১১. রবীন্দ্রনাথের দর্শনে শিল্প, সৌন্দর্য ও সংস্কৃতির ধারণা ব্যাখ্যা কর।
১২. অবনীন্দ্রনাথের শিল্পচিন্তায় সত্য, শুভ ও সুন্দরের ধারণা ব্যাখ্যা কর। তার এ মত কি সন্তোষজনক?
অথবা, অবনীন্দ্রনাথের শিল্পচিন্তায় সত্য, শুভ ও সুন্দরের ব্যাখ্যা কি সন্তোষজনক?

১৩. ‘শিল্প সমাজবিচ্ছিন্ন কিছু নয়’- অবনীন্দ্রনাথের শিল্পকর্ম সত্যতা মতবাদের আলোকে পর্যালোচনা কর।
১৪. সত্য, সুন্দর ও মালের ধারণার আলোকে স্বামী বিবেকানন্দের নান্দনিক অদ্বৈতবাদ ব্যাখ্যা কর।

Answer Sheet


আরো দেখো : দর্শন ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন


অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের দর্শন বিভাগের নন্দনতত্ত্ব pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url