ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC: পঞ্চম অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

[ad_1]

 

ইসলামের ইতিহাস প্রথম পত্র HSC পঞ্চম অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়ার হয়েছে। পঞ্চম অধ্যায় নাম হচ্ছে আব্বাসি খিলাফত।

আব্বাসি আন্দোলন ও আব্বাসি খিলাফত প্রতিষ্ঠা

প্রশ্ন-১. আব্বাসি কারা?

উত্তর: মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি গোত্রের সদস্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধরেরা ইসলামের ইতিহাসে আব্বাসি নামে পরিচিত।

প্রশ্ন-২. কার নাম অনুসারে আব্বাসি খিলাফতের নামকরণ হয়েছে? 

উত্তর: আল আব্বাস বিন আবদুল মুত্তালিব বিন হাশেমের নাম অনুসারে আব্বাসি খিলাফতের নামকরণ হয়।

প্রশ্ন-৩, কত খ্রিষ্টাব্দে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন-৪. আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফ্ফাহ।

প্রশ্ন-৫. আব্বাসিদের রাজধানী কোথায় ছিল? /রা, কুচব, বো, ১৮/

উত্তর: আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদে। 

প্রশ্ন-৬, আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় কার ভূমিকা সবেচেয়ে বেশি ছিল?

উত্তর: আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালির ভূমিকা সবেচেয়ে বেশি

ছিল। প্রশ্ন-৭. আব্বাসি বংশে মোট কতজন খলিফা ছিলেন?

উত্তর: আব্বাসি বংশে ৩৭ জন খলিফা ছিলেন।

আবুল আব্বাস আস-সাফ্ফাহর চরিত্র ও কৃতিত্ব

প্রশ্ন-৮. আব্বাসি বংশের প্রথম শাসক কে ছিলেন? 

উত্তর: আব্বাসি বংশের প্রথম শাসক ছিলেন আবুল আব্বাস আস-সাফফাহ 

প্রশ্ন-৯. আস সাফফাহ শব্দের অর্থ কী? 

উত্তর: আস-সাফফাহ শব্দের অর্থ ‘রক্তপিপাসু’।

প্রশ্ন-১০. আবুল আব্বাস কত খ্রিস্টাব্দে খলিফা হিসেবে ঘোষিত হয়েছিলেন? 

উত্তর: আবুল আব্বাস ৭৪৯ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর খলিফা হিসেবে ঘোষিত হয়েছিলেন।

প্রশ্ন-১১, আবুল আব্বাস আস-সাফ্ফাহ কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: আবুল আব্বাস আস-সাফফাহ ৭৫৪ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

আব্বাসি শাসন সুদৃঢ়ীকরণে আল মনসুরের অনুসৃত নীতি ও পদক্ষেপসমূহ

প্রশ্ন-১২, আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? / ডা. দি. ই. চ. সি. বো. ১৮ সকল বোর্ড ২০১৬/ 

উত্তর: আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় খলিফা আবু জাফর আল মনসুরকে ।

প্রশ্ন-১৩, আল মনসুর’ অর্থ কী?

উত্তর: ‘আল মনসুর’ অর্থ বিজয়ী ।

প্রশ্ন-১৪. বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? / রা. য. ব. বো. ১৯, ব্রা, দি, কু, চ, য, সি, ব, বো ১৭ সকল বোর্ড ২০১৫/ 

উত্তর: খলিফা আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন-১৫. কতসালে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: ৭৬২ খ্রিষ্টাব্দে দজলা নদীর পশ্চিম তীরে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করা হয়।

প্রশ্ন-১৬. রাওয়ান্দিয়া সম্প্রদায়ের উত্থান ঘটে কার শাসনামলে ? 

উত্তর: খলিফা আল মনসুরের শাসনামলে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের উত্থান ঘটে ।

প্রশ্ন-১৭. ‘মদিনা আস-সালাম’ বা শান্তির শহর বলা হয় কোন নগরীকে? 

উত্তর: ‘মদিনা আস-সালাম’ বা শান্তির শহর বলা হয় বাগদাদ নগরীকে।

প্রশ্ন-১৮. রাজকুমার মাহদীর জন্য খলিফা আল মনসুরের নির্মিত প্রাসাদটির নাম কী? 

উত্তর: রাজকুমার মাহদীর জন্য খলিফা আল মনসুরের নির্মিত প্রাসাদটির নাম ‘রুসাফা (Rusafa)

প্রশ্ন-১৯. ‘আল হাদি’ শব্দের অর্থ কী? 

উত্তর: আল হাদি শব্দের অর্থ পথপ্রদর্শক।

প্রশ্ন-২০. ‘মুকান্না’ অর্থ কী?

উত্তর: ‘মুকান্না’ অর্থ অবগুণ্ঠনাবৃত।

প্রশ্ন-২১. খলিফা মাহদীর রাজত্বকালে কে নিজেকে নবি বলে দাবি করে? 

উত্তর: খলিফা মাহদির রাজত্বকালে হাশিম বিন হাকিম নিজেকে ‘নবি’ বলে দাবি করে।

খলিফা হারুন-অর-রশীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং তার কৃতিত্ব

প্রশ্ন-২২. খলিফা হারুন-অর-রশীদ কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? 

উত্তর: খলিফা হারুন-অর-রশীদ ৭৮৬ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।

প্রশ্ন-২৩. খায়জুরান কে ছিলেন?

উত্তর: খায়জুরান ছিলেন আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের রাজমাতা। 

প্রশ্ন-২৪. সম্রাজ্ঞী আইরিনকে রোমান সাম্রাজ্যের সিংহাসনচ্যুত করেন কে?

উত্তর: সম্রাজ্ঞী আইরিনকে রোমান সাম্রাজ্যের সিংহাসনচ্যুত করেন সরকারের সহকারী কোষাধ্যক্ষ নাইসিফোরাস।

প্রশ্ন-২৫. খলিফা হারুন কত খ্রিষ্টাব্দে ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমন করেন? 

উত্তর: খলিফা হারুন ৮০৬ খ্রিষ্টাব্দে ট্রান্স অক্সিয়ানায় বিদ্রোহ দমন করেন।

প্রশ্ন-২৬. কোন মুসলিম শাসক প্রথম চীনের সাথে মুসলমানদের বন্ধুত্ব ঘোষণা করেন?

উত্তর: খলিফা হারুন প্রথম চীনের সাথে মুসলমানদের বন্ধুত্ব ঘোষণা করেন।

প্রশ্ন-২৭. খলিফা হারুন-এর স্ত্রী জুবাইদা কোন খাল খনন করেন? 

উত্তর: খরিফা হারুন এর স্ত্রী জুবাইদা নহর-ই-জুবাইদা খাল খনন করেন।

প্রশ্ন-২৮. খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকাল কত বছরের ছিল? 

উত্তর: খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকাল ছিল সাড়ে ২৩ বছরের।

প্রশ্ন-২৯. খলিফা হারুন তাঁর জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহকে কী উপাধি প্রদান করেন?

উত্তর: খলিফা হারুন তাঁর জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহকে ‘আল মামুন’ উপাধি প্রদান করেন 

প্রশ্ন-৩০. ‘Arabian Joan of Ark’ বলা হয় কাকে?

উত্তর: খারেজি নেত্রী লায়লা বা আল ফারিয়াকে ‘Arabian Joan of Ark’ বলা হয়।

প্রশ্ন-৩১. বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে? /লা.. দি. সি. যা বোর্ড ২০১৮/ 

উত্তর: বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বার্মাক ।

প্রশ্ন-৩২, বার্মাকিরা কোথাকার অধিবাসী ছিল? 

উত্তর: বার্মাকিরা পারস্যের খোরাসানের অধিবাসী ছিল।

প্রশ্ন-৩৩. বার্মাকি উজির পরিবারের সূচনা হয় কখন?

উত্তর: খালিদ বার্মাকের সুযোগ্যপুত্র ইয়াহহিয়ার সময় বার্মাকি উজির পরিবারের সূচনা হয় । 

প্রশ্ন-৩৪, জাফর বার্মীক কাকে বিয়ে করেছিলেন?

উত্তর: জাফর বার্মাক খলিফা হারুন-অর-রশীদের বোন আব্বাসাকে বিয়ে করেছিলেন।

প্রশ্ন-৩৫. জাফর বার্মাকের শিরচ্ছেদ করেন কে?

উত্তর: খলিফা হারুন-অর-রশীদ জাফর বার্মাকের শিরচ্ছেদ করেন ।

আল আমিন ও আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধ ও তাদের সাফল্য-ব্যর্থতার কারণ

প্রশ্ন-৩৬, আমিন কোন বংশোদ্ভূত ছিলেন?

উত্তর: আমিন খাঁটি কুরাইশ বংশোদ্ভূত ছিলেন।

প্রশ্ন-৩৭, কত খ্রিষ্টাব্দে আমিন এবং মামুনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়? 

উত্তর: ৮১২ খ্রিষ্টাব্দে আমিন এবং মামুনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় ।

প্রশ্ন-৩৮. আমিন এবং মামুনের মধ্যে সংঘর্ষে কে জয়ী হয়? 

উত্তর: আমিন এবং মামুনের মধ্যে সংঘর্ষে মামুন জয়ী হন।

প্রশ্ন-৩৯. আমিন এবং মামুনের মধ্যে সংঘর্ষে মামুন কাদের সহযোগিতা পেয়েছিলেন?

উত্তর: আমিন এবং মামুনের মধ্যে সংঘর্ষে মামুন পারসিকদের সহযোগিতা পেয়েছিলেন।

প্রশ্ন-৪০. বুরান কে ছিলেন?

উত্তর: বুরান ছিলেন আব্বাসি খলিফা আল মামুনের স্ত্রী এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহলের কন্যা। | সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে আল মামুনের অবদান

প্রশ্ন-৪১. বায়তুল হিকমাহ (জ্ঞানগৃহ) কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: বায়তুল হিকমাহ (জ্ঞানগৃহ) ৮৩০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন-৪২, আল মামুন কত খ্রিষ্টাব্দে আব্বাসি খিলাফত লাভ করেন?

উত্তর: খলিফা আল মামুন ৮১৩ খ্রিষ্টাব্দে আব্বাসি খিলাফত লাভ করেন।

 প্রশ্ন-৪৩, বায়তুল হিকমা (জ্ঞানগৃহ) কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: আব্বাসি খলিফা মামুন বায়তুল হিকমা (জ্ঞানগৃহ) প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন-৪৪. অগাস্টান যুগ বলা হয় কার শাসনামলকে?

উত্তর: আব্বাসি খলিফা মামুনের শাসনামলকে অগাস্টান যুগ বলা হয়।

প্রশ্ন-৪৫. বায়তুল হিকমা-এর মহাপরিচালক কে ছিলেন? 

উত্তর: বায়তুল হিকমা-এর মহাপরিচালক ছিলেন হুনাইন ইবনে ইসহাক।

প্রশ্ন-৪৬, খলিফা মামুনের দরবারে অন্যতম শ্রেষ্ঠ হস্তলিপি বিশারদ কে ছিলেন?

উত্তর: খলিফা মামুনের দরবারে অন্যতম শ্রেষ্ঠ হস্তলিপি বিশারদ ছিলেন আর রায়হানি।

প্রশ্ন-৪৭. খলিফা মামুন মানমন্দির প্রতিষ্ঠা করেন কোথায়?

উত্তর: খলিফা মামুন তাদমীরে শামাসিয়া নামক স্থানে মানমন্দির প্রতিষ্ঠা করেন।

বুয়াইয়া ও সেলজুকদের পরিচয়, উত্থান, কার্যাবলি ও অবদান

প্রশ্ন-৪৮. বুয়াইয়া কারা ছিল? 

উত্তর: বুয়াইয়ারা ছিল মধ্য এশিয়ার একটি উপজাতি ।

প্রশ্ন-৪৯. বাগদাদে সেলজুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর: বাগদাদে সেলজুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তুঘরিল বেগ।

প্রশ্ন-৫০, ‘আরসালান’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘আরসালান’ শব্দের অর্থ বীর সিংহ।

 প্রশ্ন-৫১. ‘আল-বিমারিস্তান আল আজুদি’ হাসপাতাল নির্মাণ করেন কে?

উত্তর: বুয়াইয়া শাসক আজদুদ্দৌলাহ বাগদাদে ‘আল-বিমারিস্তান আল আজুদি’ হাসপাতাল নির্মাণ করেন ।

প্রশ্ন-৫২, মালিক শাহের রাজত্বকালে উদ্ভূত গুপ্তঘাতক সম্প্রদায় কী নামে পরিচিত? 

উত্তর: মালিক শাহের রাজত্বকালে উদ্ভূত গুপ্তঘাতক সম্প্রদায় ‘ফিদাই’ নামে পরিচিত ছিল।

প্রশ্ন-৫৩. সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: সেলজুক বংশের প্রতিষ্ঠাতা তুলি বেগ।

প্রশ্ন-৫৪, কার সময়ে জালালি পঞ্জিকার প্রচলন হয়? 

উত্তর: সেলজুক সুলতান মালিক শাহের রাজত্বকালে জালালি পঞ্জিকার প্রচলন হয়।

প্রশ্ন-৫৫. ‘সিয়াসতনামা’ গ্রন্থটির লেখক কে?

উত্তর: ‘সিয়াসতনামা’ গ্রন্থটির লেখক নিজামুল মুলক।

প্রশ্ন-৫৬. পর্বতের বৃদ্ধ মানব বলা হতো কাকে?

উত্তর: হাসান বিন সাবাহকে পর্বতের বৃদ্ধ মানব বলা হতো।

প্রশ্ন-৫৭. গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা কে ছিলেন?

উত্তর: গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা ছিলেন হাসান বিন সাবাহ।

ক্রুসেডের কারণ ও ফলাফল এবং ক্রুসেডে সালাহউদ্দিন আইয়ুবির ভূমিকা ও অবদান

প্রশ্ন-৫৮, ক্রুসেড কী?

উত্তর: একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত প্রায় তিনশত বছর খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ।

প্রশ্ন-৫৯. ক্রুসেড (Crusade) শব্দটি কোন শব্দ থেকে এসেছে? 

উত্তর: ক্রুসেড (Crusade) শব্দটি ইংরেজি শব্দ ‘Cross’ থেকে এসেছে।

প্রশ্ন-৬০. ক্রুসেড (Crusade) শব্দের অর্থ কী? / রা. দি. . . . সি. ব. কে. ১৭/

উত্তর: ক্রুসেড (Crusade) শব্দের অর্থ ধর্মযুদ্ধ।

 প্রশ্ন-৬১. ক্রুসেডের কয়টি পর্যায় ছিল?

উত্তর: ক্রুসেডের তিনটি পর্যায় ছিল।

প্রশ্ন-৬২, ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয় কীসের মধ্য দিয়ে? 

উত্তর: ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয় ক্রুসেডের মধ্য দিয়ে।

প্রশ্ন-৬৩, খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে কত বছর ধরে ক্রুসেড পরিচালনা করে?

উত্তর: খ্রিষ্টানরা মুসলমানদের বিরুদ্ধে তিনশত বছর ধরে ক্রুসেড পরিচালনা করে

প্রশ্ন-৬৪. মিসর ও সিরিয়ায় আইয়ুবি বংশ প্রতিষ্ঠা করেন কে?

উত্তর মিসর ও সিরিয়ায় আইয়ুবি বংশ প্রতিষ্ঠা করেন গাজি সালাউদ্দিন আইয়ুবি ।

 প্রশ্ন-৬৫. সালাহউদ্দিন আইয়ুবি কোন পর্যায়ের ক্রুসেডের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর: সালাহউদ্দিন আইয়ুবি তৃতীয় পর্যায়ের ক্রুসেডের নেতৃত্ব দিয়েছিলেন।

আব্বাসি খিলাফত পতনের কারণ ও প্রেক্ষাপট

প্রশ্ন-৬৬, আব্বাসিদের শেষ খলিফার নাম কী? [রা, য, ব, বো. 10/ 

উত্তর: আব্বাসিদের শেষ খলিফার নাম আল-মুসতাসিম বিল্লাহ।

প্রশ্ন-৬৭. বাগদাদ নগরী ধ্বংস করেন কে?

উত্তর: মোঙ্গল নেতা হালাকু খান ১২৫৮ খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস করেন

প্রশ্ন-৬৮. আব্বাসি খিলাফত পতনের প্রত্যক্ষ কারণ কী?

উত্তর: আব্বাসি খিলাফত পতনের প্রত্যক্ষ কারণ মোঙ্গল নেতা হালাকু খানের আক্রমণ।

প্রশ্ন-৬৯. কত খ্রিষ্টাব্দে আব্বাসি খিলাফতের পতন হয়?

উত্তর: ১২৫৮ খ্রিস্টাব্দে আব্বাসি খিলাফতের পতন হয়।

 

আব্বাসি আমলের প্রশাসনিক ও আর্থ-সামাজিক অবস্থা এবং জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ

প্রশ্ন-৭০, আব্বাসি প্রশাসনে সাম্রাজ্যের প্রধান কে ছিলেন?

উত্তর: আব্বাসি প্রশাসনে সাম্রাজ্যের প্রধান ছিলেন খলিফা।

প্রশ্ন-৭১. আব্বাসিরা কাদের অনুকরণে প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেছিল?

উত্তর: আব্বসিরা পারসিকদের অনুকরণে প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেছিল।

প্রশ্ন-৭২ আব্বাসি খলিফারা কোন মন্ত্রণা পরিষদের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন?

উত্তর: আব্বাসি খলিফারা ‘মজলিশ-উস-শুরা’ নামক মন্ত্রণা পরিষদের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন।

প্রশ্ন-৭৩, আব্বাসি শাসনব্যবস্থায় ডাক বিভাগের প্রধানকে কি বলা হতো?

উত্তর: আব্বাসি শাসনব্যবস্থায় ডাক বিভাগের প্রধানকে বলা হতো ‘সাহিব-আল-বারিদ।’

প্রশ্ন-৭৪, আব্বাসি কোন খলিফা সামন্ত প্রথার সূচনা করেন? 

উত্তর: আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ সামন্ত প্রথার সূচনা করেন ।

প্রশ্ন-৭৫. চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে ? 

উত্তর: চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলা হয় ইবনে সিনার কানুন ফিত তিব্বকে।

প্রশ্ন-৭৬. ‘হুজ্জাতুল ইসলাম’ বলা হয় কাকে? 

উত্তর: হুজ্জাতুল ইসলাম বলা হয় ইমাম গাজ্জালি (র) কে

প্রশ্ন-৭৭, বায়তুল হিকমাহ কাদের প্রতীক? 

উত্তর: বায়তুল হিকমাহ আব্বাসিদের গৌরবোজ্জল যুগের প্রতীক।

প্রশ্ন-৭৮, ব্যালে নৃত্য কে আবিষ্কার করেন?

উত্তর: ব্যালে নৃত্য আবিষ্কার করেন আব্বাসি খলিফা আল আমিন।

source: অক্ষর পত্র প্রকাশনী বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url