৮৯ পদে বন অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি | Forest Department (BFOREST) Job Circular 2022

[ad_1]

বন অধিদপ্তর (বিফরেস্ট) – সংরক্ষকের দপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অসিয়ালভাবে দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। Forest Department (BFOREST) Job Circular 2022 has been published on the official website www.bforest.gov.bd এবং bforest.portal.gov.bd. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ০১ টি পদের অধীনে মোট ৮৯ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী-পুরুষ উভয়েই আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন Bon Odhidoptor Niyog Biggopty 2022 -এর আলোকে আরোও বিস্তারিত জেনে নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আবেদনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এই সার্কুলারেই পাবেন। নিয়মিত স্কলারশীপ খবর/ শিক্ষাবৃত্তিউপবৃত্তি  সরকারি চাকরির খবর / কোম্পানী চাকরি পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারেন- inbdjob.com

একনজরে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – Summary of Forest Department Job

সংরক্ষকের দপ্তর (বিফরেস্ট) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর বিশেষ বিশেষ বিয়য়গুলো দেখে নেন। Forest Department (BFOREST) Job Circular 2022 Summary is below:

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): বন অধিদপ্তর – Forest Department (BFOREST)
  • পদের নাম: ফরেস্ট গার্ড।
  • চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
  • চাকরির সময়কাল: স্থায়ী চাকরি।
  • শূন্যপদ (Vacancy): ৮৯ জন।
  • বেতন (Salary): সর্বোচ্চ ২১,৮০০/- টাকা।
  • চাকরির প্রকৃতি (Job Nature): ফুল টাইম।
  • বয়সসীমা (Age limitation): ১৮-৩০ বছর (সাধারণ)।
  • যোগ্যতা (Qualification) : ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ।
  • লিঙ্গ (Gender): পুরুষ উভয়ই আবেদন করতে পারবে (Men and Women Both)
  • জেলা (Job Location): রাজশাহী এবং রংপুর বিভাগ।
  • আবেদনের ফি (Application Fee: ৫৬/- টাকা।
  • আবেদনের মাধ্যম (Apply Process): অনলাইনের, ওয়েবসাই http://cfbog.teletalk.com.bd।
  • অফিসিয়াল ওয়েবসাইট (Official Website): www.bforest.gov.bd
  • আবেদনের সময়সীমা (Application Deadline): ১৫/০৯/২০২২ইং থেকে ৩০/০৯/২০২২ইং তারিখ পর্যন্ত।

আরও দেখুন-
সরকারি চাকরির খবর
চলমান সকল কোম্পানীর চাকরির খবর


বন অধিদপ্তর সম্পর্কে

বন অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংযুক্ত একটি অধিদপ্তর। এটি প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, উন্নয়ন এবং কৃত্রিম বনায়ন নিয়ে কাজ করে। এর সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

বিস্তারিত বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি (BFOREST Govt Job Circular)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদ সম্পর্কিত সকল তথ্য

Vacancies and more important details about designation and others are available in this section. সংরক্ষকের দপ্তর চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো-

  • পদের নাম: ফরেস্ট গার্ড;
  • পদ সংখ্যা: ৮৯ টি
  • গ্রেড: ১৭তম
  • বেতন: ৯,০০০-২১,৮০০/- টাকা
  • শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি।
  • বয়সসীমা: ১৮-৩০ বছর।
  • জেলা: রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আবেদন করা যাবে।

বি.দ্র: প্রার্থীদের ৩০/০৯/২০২২ইং তারিখে ১৮-৩০ তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন পদ্ধতি (How to Apply Bforest Circular)

Job Circular 2022 Apply process is a online circular. উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আবেদন ২টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ২য় ধাপে আবেদন ফরমে উল্লেখিত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ৫৬/- টাকা পরিশোধ করতে হবে।

চলুন আবেদন প্রক্রিয়াটি দেখা যাক-

  • 1st step: Online Apply (অনলাইনে আবেদন)
  • 2nd Step: Payment of Application Fees (ফি/ চার্জ পরিশোধ)

অনলাইনে আবেদন পদ্ধতি (Online Apply)

চলুন প্রথমে বন বিভাগ এর অনলাইনে আবেদন করা যাক।

  1. প্রথমে টাইপ করুন “http://cfbog.teletalk.com.bd”.
  2. এখন “Application Form (Click here to apply Online)” এ ক্লিক করুন।
  3. Post সিলেক্ট করে next এ ক্লিক করুন।
  4. এখন “No” সিলেক্ট করে next চাপুন (নিচে উদাহরণ দেখুন)-
Are you a ‘Premium Member’ of Alljobs?*: Yes  No
  1. সঠিকভাবে application form পূরণ করে Next এ ক্লিক করুন।
  2. ছবি এবং স্বাক্ষর (photo and signature) সঠিক সাইজে আপলোড করুন; নিচে সাইজ দেখুন।
    ছবি 300×300 pixel, সর্বোচ্চ 100kb and JPG format.
    স্বাক্ষর 300×80 pixel, সর্বোচ্চ 60kb and JPG format.
  3. ক্লিক করুন submit button এ।
  4. এখন আবেদন ফরমটি প্রিন্ট দিয়ে সংরক্ষণ করে রাখুন।.

বি.দ্র: অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে নির্ধারিত চার্জ পরিশোধ করতে হবে।

চার্জ পরিশোধ পদ্ধতি- Payment of Application Fees

Job Circular payment way is below:

২টি এসএমএস পাঠাতে হবে- We have to send 2 SMS to complete the procedure, here it is:

১ম এসএমএস (1st SMS): টাইপ করুন “CFBOG” <স্পেস> “User Id” এবং পাঠিয়ে দিন “16222” নাম্বারে।
উদাহরণ (Example): CFBOG GOVTJOB Send to 16222

২য় এসএমএস (2nd SMS): আবারও লিখুন “CFBOG” <স্পেস> “YES” <স্পেস> “PIN” এবং পাঠিয়ে দিন “16222” নম্বরে।
Example: CFBOG YES 12345786 Send to 16222

বি.দ্র: উদাহরণ হিসেবে ‘GOVTJOB’ কে USER ID ধরা হয়েছে


আরও দেখুন-
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 
চলমান সকল সরকারি চাকরির নিয়োগ তালিকা 


আবেদন করার সময়সীমা (Application Deadline)

Deadline is below:

বিবরণতারিখসময়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ31 August 2022
আবেদন শুরু15 September 202010.00 am
আবেদনের শেষ তারিখ30 September 20225.00 pm
Application Deadline

বাংলাদেশ বন অধিদপ্তর চাকরি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – bpktbd.org Job Circular 2022

চাকরির নিয়োগ বিজ্ঞপি ২০২২ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে তার পরে আবেদন করবেন। Forest Department – B-FOREST Job Circular 2022 Official Circular PDF Download link is below:

Bon Odhidoptor OFFICIAL JOB CIRCULAR IS BELOW:

Bon Odhidoptor Job Circular 2022
Bon Odhidoptor Job Circular 2022
2nd page of this job circular
2nd page of this job circular
3rd page of this job circular
3rd page of this job circular

চাকরির পরীক্ষা (Written and Viva Exam)

লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য প্রার্থীগণ বি.ফরেস্ট এর অফিসিয়াল ওয়েব সাইট এর মাধ্যমেও জানতে পারবেন। Government Job Circular Written/MCQ/Viva Exam Date will be also available in our website. নিয়মিত সরকারি চাকরির খবর/ বিজ্ঞাপন পেতে ভিসিট করুন inbdjob.com

প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থিত পদে নিয়ােগের জন্য ২টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদিও ইক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সম্পর্কিত কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
বাংলাদেশে বিভিন্ন সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে মূল সর্বোচ্চ ৩টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যথা-

  1. প্রিলিমিনারী (MCQ Test)।
  2. লিখিত পরীক্ষা।
  3. মৌখিক পরীক্ষা।
  • বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েব সাইট (www.bforest.gov.bd এবং bforest.portal.gov.bd) দেখুন।

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন পদ্ধতি (How to Apply bforest.gov.bd)

প্রার্থীকে আবেদন করার জন্য নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে নিজ হস্বে পূরণ করে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি ওয়েবসাইটে পাওয়া যাবে, তাছাড়া আমাদের এই পোস্টেই একটু নিচে ফরমটি ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন।

পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রঙ্গিণ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, ডাক টিকেট যুক্ত ফেরত খাম সহ আবেদনপত্রটি ডাকযোগে/ সরাসরি নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে।

বি.দ্র: বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Forest Department Job Application Form
Forest Department Job Application Form

আবেদন ফি পরিশোধ

প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ বন সংরক্ষক, কোস্টাল সার্কেল, কাশিপুর, বরিশাল এর অনুকূলে ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অথবা নির্দিষ্ট কোড নং (বিজ্ঞপ্তিতে দেখুন) এ ট্রেজারী/সাবট্রেজারী, বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ১০০ (একশত) টাকার ট্রেজারী চালান (অফেরতযোগ্য) মূলকপি) আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সদস্য সচিব,
বিভাগীয় নির্বাচন কমিটি
বরিশাল বিভাগ

বিভাগীয় বন কর্মকর্তা
সামাজিক বন বিভাগ, বরিশাল

আবেদন করার সময়সীমা (Application Deadline)

নির্দিষ্ট ঠিকানায় আগামী ১৮ জুলাই ২০২২ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকার মধ্যে ডাকযােগে/ সরাসরি পৌছাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদিও প্রেরণ করতে হবে। নিম্নে তার তালিকা উপস্থাপন করা হলো।

  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা ০২ কপি রঙ্গিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন কপি (সত্যায়িত);
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি (সত্যায়িত);
  • অভিজ্ঞতার সনদপত্রের কপি (সত্যায়িত);
  • কোটার সনদ কপি (সত্যায়িত) (প্রযোজ্য ক্ষেত্রে);
  • নাগরিকত্বের সনদপত্র;
  • ১০/- টাকা মূল্যের ডাকটিকেট সংযুক্ত ১০ / ৪ সাইজের ফেরত খাম;
  • ১০০/- মূল্যের ব্যাংক ড্রাফ/ পে-অর্ডার/ চালান কপি এর মূল কপি (পে-অর্ডার এর মাধ্যমে চার্জ পরিশোধ করলে)

অন্যান্য শর্তাবলী

  • সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
  • কোন তথ্য গােপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়ােগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়ােগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা এবং নিয়ােগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
  • চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
  • সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও সিল থাকতে হবে।
  • প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন পরিবর্ধন/সংযােজন/বিয়ােজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

সূত্র অফিসিয়াল ওয়েবসাইট ২০২২।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url