আজ সফলতার সিঁড়িতে” খুদে গল্প

[ad_1]

 

খুদে গল্প:নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প লেখ :সংসারের চাকা সচল রাখতে রোমানা অন্যের বাসায় ঝি এর কাজ বেছে নেয়। তার একমাত্র মেধাবী কন্যার স্বপ্ন পূরণের

সংসারের চাকা সচল রাখতে রোমানা অন্যের বাসায় ঝি-এর কাজ বেছে নেয়। তার একমাত্র মেধাবী কন্যার স্বপ্ন পূরণের প্রত্যাশায় সকল দুঃখ-কষ্ট, অভাব-অনটনকে সে দৃঢ়চিত্তে মোকাবিলা করে । রোমানার স্বামী বিনা চিকিৎসায় মারা যাওয়ায় তাকে অকাল বৈধব্য বরণ করতে হয়। সেই থেকে তার স্বপ্ন, যেভাবেই হোক মেয়েকে সে ডাক্তার বানাবে । মেয়ে মেধাবী, কিন্তু ডাক্তার হওয়ার জন্য সেটাই শেষ কথা নয় । তার জন্য পর্যাপ্ত ব্যয় নির্বাহেরও ব্যাপার রয়েছে। তাই তো ঝি-এর মেয়ে ডাক্তার হবে শুনে অনেকেই মুখ টিপে হাসে । কিন্তু সেই পরিহাস রোমানাকে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞা করে তোলে । স্বামীর যা কিছু সম্পত্তি ছিল তা বিক্রি করে মেয়ের পড়াশোনার ব্যয়েই বরাদ্দ করে। আর মা-মেয়ের খাওয়া-পরা বাবদ সংসার খরচ রোমানা ঝি-এর কাজের মাধ্যমেই নির্বাহ করে । এভাবে দুঃখ জয়ের সংগ্রামে এগিয়ে চলে সে। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের লোলুপ দৃষ্টি পড়ে অসহায় মা-মেয়ের ওপর । বয়স কম হওয়ায় রোমানার শরীরই হয়ে দাঁড়ায় তার বিপত্তির কারণ। সমাজের কিছু জঘন্য রুচির মানুষ রোমানাকে পথে-ঘাটে কুপ্রস্তাব দিতে থাকে । এক পর্যায়ে সে লক্ষ করে যে, বাসা বাড়িতেও লম্পট পুরুষেরা তার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করে । আর তার জন্য বাড়তি টাকা দেওয়ারও লোভ দেখায় তারা। কিন্তু আত্মমর্যাদাসম্পন্ন রোমানা সকল প্রলোভনকে প্রত্যাখ্যান করে। এতে তার সম্মান রক্ষা পেলেও কাজের পথ বন্ধ হয়ে যায়। বড্ড বিপাকে পড়ে যায় সে। কাজ না করলে খাবে কি । আর কাজ করতে গেলে বিলাতে হবে নারীত্বের শ্রেষ্ঠ অলংকার সম্ভ্রম । পরিস্থিতির এমন জটিল অবস্থায় তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় তৃতীয় লিঙ্গ সংগঠনের প্রধান সোনিয়া মির্জা । হিজড়া সংগঠনের সভাপ্রধান সোনিয়া, রোমানার মেধাবী মেয়েকে নিজের মেয়ের মতো মনে করে তাদের পাশে দাঁড়ায় । হিজড়া সংগঠনটি দুস্থ-অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য হাতের কাজের সুযোগ তৈরি করে । যেখানে সেলাইসহ বিভিন্ন টুকিটাকি তৈজসপত্র তৈরি করা হয় । রোমানা এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে অকূলে কূল পেল । তার স্বপ্ন এবার সে পূরণ করতে পারবে বলে দৃঢ় বিশ্বাস পোষণ করে ।

source: পুথিনিলয় বই

এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।

[ad_2]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url