আজকে দেখাবো কিভাবে আপনার গুগল এডসেন্স এ পিন ভেরিফাই করবেন বা কিভাবে কি কাজ করতে হবে সকল কিছু।
বর্তমানে এডসেন্সে পিন ভেরিফাই ২০২২
আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার হওয়ার পর এডসেন্স এর পিন ভেরিফাই এর জন্য আপনাকে ২টি স্টেপ সম্পন্ন করতে হবে। এই দুইটি স্টেপ আপনি পূরন না করলে আপনি কখনো ই টাকা তুলতে পারবেন না।
1. Identity Verification
2. Address Verification
আইডেন্টিটি ভেরিফিকেশন
১০ ডলার হওয়ার সাথে সাথে এডসেন্স হোমপেজ এ (Provide some info about yourself to continue.) এরকম একটা নোটিশ দেখা যাবে।
তার ডান পাশে Verify Now নামে বাটনে ক্লিক করলে ভেরিফাই করার পেজে নিয়ে যাবে, এছাড়াও Payment সেকশন থেকেও ভেরিফাই করার পেজে যেতে পারবেন, সেখান থেকে NID, Driving License, Passport যে কোনো একটি দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। সাবমিট এর পর 24-48 ঘন্টা এর মধ্যে মেইল পাবেন ভেরিফাই এর জন্য । যে আপনার ভেরিফাই হয়েছে কিনা জানতে পারবেন এস এম এস এর মাধ্যমে।
এড্রেস ভেরিফিকেশন
আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেলে অটোমেটিক এডসেন্স আপনার দেয়া ঠিকানায় পিন লেটার পাঠাবে এবং সেটা আপনাকে ইমেইলে মাধ্যমে জানিয়ে দিবে।
৭ থেকে ১মাস সময় লাগতে পারে পিন লেটার আসতে পোস্ট অফিসে। অনেক সময় আরো বেশি সময় লাগে।
পিন লেটার পাবার পর, পিন লেটার এ থাকা ৬ সংখ্যার পিন দিয়ে এড্রেস ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।
এই নিয়মে যাদের কপাল ভালো সহজেই হয়ে যায়
কিন্তু বেশিরভাগ সময় যে সমস্যার মুখোমুখি হতে হয় সেটা হলো ২ স্টেপ এড্রেস ভেরিফিকেশন নিয়ে। অনেকের ই ঠিকানা সঠিক থাকার পরও মাসের পর মাস চলে যায়, কিন্তু পিন লেটার পোস্ট অফিসে আসে না।
যদি এরকম হয় তাহলে অন্য আরেকটি উপায় আছে তা হলো
আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। তবে তার জন্য শর্ত আছে যেমন আপনাকে কমপক্ষে ৩বার পিন লেটার পাবার জন্য Resend PIN করতে হবে।
আর Resend PIN কমপক্ষে ২১ দিন পরপর করা যায়।
৩বার Resend PIN এর পর Verify your identity এর নিচে Learn More এ ক্লিক করলে গুগল এর একটি হেল্প পেজে নিয়ে যাবে সেই পেজের একেবারে নিচের দিকে PIN troubleshooter দেখতে পাবেন সেখানে ক্লিক করে Manually Contact Form এর মাধ্যমে আইডি দিয়ে মুহুর্তের মধ্যেই এড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন।
বিঃদ্রঃ- আপনার গুগল এডসেন্স এর জন্য একাউন্ট গিয়ে আপনার ঠিকানা লেখার সময় সমস্থ ঠিকানা ভালো করে লিখুন।
গুগল এডসেন্স ঠিকানা লেখায় উপায়
আপনার গুগল এডসেন্স এর জন্য আপনার প্রথমেই আপনার ঠিকানা ভালো করে সুন্দর করে লিখতে হবে।
আমরা যদি উপরের ছবি দেখি তাহলে প্রথমেই আপনার নাম লিখবেন। যেভাবে আপনার আইডি কার্ডে নাম দেওয়া আছে। আইডি কার্ড না থকলে আপনার পরিবারে যার আছে তার নাম ও দিতে পারেন।
তারপর আপনার এড্রেস লাইন ওয়ান আপনার গ্রাম, তারপর আপনার থানা, তারপর আপনার ইউনিয়ন, তারপর আপনার উপজেলা এর নাম লিখুন।
তারপর আপনার এড্রেস লাইন টু আপনার জেলার নাম, তারপর রাজধানী এর নাম, তারপর আপনার দেশের নাম লিখুন।
সিটি তে আপনার জেলার নাম লিখুন।
পোস্টাল কোড এর জায়গাতে আপনার পোস্ট অফিসের কোড লিখুন।
ফোন নাম্বারের জায়গা আপনার পারসোনাল ফোন নাম্বার লিখুন।
বেস কাজ শেষ এবার আপনি সেভ করে দিন।
প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন
অথবা এরকম সমস্যায় পড়লে কমেন্টস করবেন । ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো।
আরো নতুন টিপস পেতে সাথেই থাকুন। ভালো লাগলে আমাদের incometips.xyz এর সাথেই থাকুন।
Tags: google adsense pin verify,google adsense pin verify kaise kare,google adsense pin kaise verify kare,how to verify google adsense pin,google adsense pin verify in malayalam,google adsense me pin verify kaise kare,google adsense verify without pin,how to verify pin in google adsense,google adsense pin verify kaise karte hai,how to verify google adsense pin 2022,how to verify google adsense pin 2022,no pin how to verify in google adsense,google adsense pin verification